আগামী ১৯ জুলাই পর্দা উঠছে নারী এশিয়া কাপের নবম আসরের। এবারের আসরটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ডাম্বুলা রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরে এশিয়া থেকে মোট ৮টি দল- বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া অংশগ্রহণ করবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
আগামী ১৯ জুলাই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরব আমিরাত ও নেপাল। এরপর ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
আরও পড়ুন:
» এলপিএলে মুস্তাফিজের দলে খেলবেন তাওহীদ হৃদয়
» বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু হলো ক্ষণগণনা
গ্রুপ-এ: ভারত, পাকিস্তান, নেপাল, আরব আমিরাত
গ্রুপ-বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড
২০২৪ নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি
গ্রুপ পর্ব:
তারিখ | ম্যাচ | বাংলাদেশ সময় |
১৯ জুলাই | নেপাল বনাম আরব আমিরাত | দুপুর ২টা ৩০ মিনিট |
১৯ জুলাই | ভারত বনাম পাকিস্তান | রাত ৭টা ৩০ মিনিট |
২০ জুলাই | মালয়েশিয়া বনাম থাইল্যান্ড | দুপুর ২টা ৩০ মিনিট |
২০ জুলাই | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | রাত ৭টা ৩০ মিনিট |
২১ জুলাই | ভারত বনাম আরব আমিরাত | দুপুর ২টা ৩০ মিনিট |
২১ জুলাই | পাকিস্তান বনাম নেপাল | রাত ৭টা ৩০ মিনিট |
২২ জুলাই | শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া | দুপুর ২টা ৩০ মিনিট |
২২ জুলাই | বাংলাদেশ বনাম থাইল্যান্ড | রাত ৭টা ৩০ মিনিট |
২৩ জুলাই | পাকিস্তান বনাম আরব আমিরাত | দুপুর ২টা ৩০ মিনিট |
২৩ জুলাই | ভারত বনাম নেপাল | রাত ৭টা ৩০ মিনিট |
২৪ জুলাই | বাংলাদেশ বনাম মালয়েশিয়া | দুপুর ২টা ৩০ মিনিট |
২৪ জুলাই | শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড | রাত ৭টা ৩০ মিনিট |
সেমিফাইনাল:
তারিখ | ম্যাচ | বাংলাদেশ সময় |
২৬ জুলাই | প্রথম সেমিফাইনাল | দুপুর ২টা ৩০ মিনিট |
২৬ জুলাই | দ্বিতীয় সেমিফাইনাল | রাত ৭টা ৩০ মিনিট |
ফাইনাল:
তারিখ | ম্যাচ | বাংলাদেশ সময় |
২৮ জুলাই | ফাইনাল | রাত ৭টা ৩০ মিনিট |
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/বিটি