চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ। আজ (মঙ্গলবার) আসন্ন এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
গত আসরে সাতটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবারের এশিয়া কাপটি হবে আটটি দল নিয়ে। শ্রীলঙ্কায় আয়োজিত আসরটি আগামী ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ২৮ জুলাই।
আটটি দলকে মোট দুইটি গ্রুপে ভাগ করে হবে নারী এশিয়া কাপ। যেখানে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে বাকি দুই দল হলো সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। টুর্নামেন্টের সূচি প্রকাশ করলেও এখনে ম্যাচ শুরুর সময় জানায়নি এসিসি। গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রতিদিন দুইটি করে অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপের প্রথম দিনেই (১৯ জুলাই) রয়েছে দুইটি ম্যাচ। ভারত-সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান-নেপালের ম্যাচ দু’টি প্রথম দিন অনুষ্ঠিত হবে। আর টাইগ্রেসরা মাঠে নামবে পর দিন (২০ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও মালয়েশিয়া।
পরদিন ২১ জুলাই মুখোমুখি হবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত, দিনের অপর ম্যাচে রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। ২২ জুলাই লঙ্কান মেয়েদের প্রতিপক্ষ মালয়েশিয়া, আর টাইগ্রেসদের ম্যাচ হবে থাইল্যান্ডের বিপক্ষে। ২৩ তারিখ পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত এবং ভারত-নেপালের ম্যাচ রয়েছে।
গ্রুপ পর্বের শেষ দিনেও মাঠে নামবে বাংলাদেশ। এদিন (২৪ তারিখ) বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার লড়াই থাইল্যান্ডের বিপক্ষে।
এক নজরে গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ | ম্যাচ |
১৯ জুলাই | পাকিস্তান বনাম নেপাল |
১৯ জুলাই | ভারত বনাম আরব আমিরাত |
২০ জুলাই | মালয়েশিয়া বনাম থাইল্যান্ড |
২০ জুলাই | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ |
২১ জুলাই | নেপাল বনাম আরব আমিরাত |
২১ জুলাই | ভারত বনাম পাকিস্তান |
২২ জুলাই | শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া |
২২ জুলাই | বাংলাদেশ বনাম থাইল্যান্ড |
২৩ জুলাই | পাকিস্তান বনাম আরব আমিরাত |
২৩ জুলাই | ভারত বনাম নেপাল |
২৪ জুলাই | বাংলাদেশ বনাম মালয়েশিয়া |
২৪ জুলাই | শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড |
আরও পড়ুন: নারী এশিয়া কাপ-২০২৪: বাংলাদেশের ম্যাচ কবে কখন?
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমএস/এমটি