গত মাসেই মেয়েদের বিপিএল আয়োজনের আশ্বাস দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরপর ছেলেদের বিপিএল চলাকালে মেয়েদের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে বোর্ডের অগ্রগতির কথা জানান বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। অবশেষে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল।
ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের প্রথম আসর। প্রথমবারের মতো তিন দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই তিনটি দল হলো ছেলেদের তিন ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটাল। তবে আরো একটি দল বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এ প্রসঙ্গে নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, ‘নারী বিপিএলে অংশগ্রহণের জন্য ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস সম্মতি জানিয়েছে। চতুর্থ দলের খোঁজ করা হচ্ছে । শেষ পর্যন্ত কেউ রাজি না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।’
আরও পড়ুন:
» বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ল নাইজেরিয়া
» ছক্কায় শুধু ক্রিস গেইলকে ছোঁয়া বাকি তানজিদের
মেয়েদের বিপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে ১৫ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। আর মূল একাদশে একজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।
এই টুর্নামেন্টে ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রতি দলে একজন করে আইকন ক্রিকেটার থাকবে। এছাড়া এ ও বি-ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে থাকবেন তিনজন এবং ডি-ক্যাটেগরিতে থাকবেন চারজন খেলোয়াড়।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আইকন ক্রিকেটাররা সর্বোচ্চ ৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। এ ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা। এছাড়া বি ক্যাটেগরিতে ৩ লাখ, সি ক্যাটেগরিতে ২ লাখ এবং ডি ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা সবচেয়ে কম ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে ছেলেদের বিপিএলের পর্দা নামবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএল।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি