ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও বেশ নজর দিচ্ছে বিসিবি। কদিন আগেই প্রথমবারের মতো মাঠে গড়ায় মেয়েদের লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লিগ। সেই ধারাবাহিকতায় আরো একটি টুর্নামেন্ট পেতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল।
মেয়েদের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে কদিন আগেই আগেই আশ্বাস দিয়েছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অবশেষে সেটা বাস্তবে পূর্নতা পেতে যাচ্ছে। ছেলের চলমান বিপিএল শেষ হওয়ার পরেই মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
আজ (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হ্ন ফাহিম। এ সময় এই বোর্ড পরিচালক বলেন, ‘নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে বোর্ড বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা করছে। সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের চিন্তাভাবনা ছিল নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না। আজকে মেয়েদের বিপিএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
» বিশ্বকাপে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
» সিলেটকে বড় ব্যবধানে হারালেন তাসকিনরা
তবে মেয়েদের বিপিএল আয়োজন হবে তিন দল নিয়ে। ডাবল লিগ–পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট, যেখানে সব মিলিয়ে সাতটি ম্যাচ হবে। ছেলেদের বিপিএল শেষ হওয়ার ৮-৯ দিন পরেই শুরু হতে পারে এই টুর্নামেন্ট। তবে এখনো সময়সূচি চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে ফাহিম বলেন,‘প্রথম আসরটি তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এবারের বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। বিপিএল শেষ হওয়ার ৮-৯ দিনের ভেতরেই শুরু এই টুর্নামেন্ট।’
ছেলেদের বিপিএলের ৭টি ফ্রাঞ্চাইজির মধ্য থেকেই যেকোনো তিনটি ফ্রাঞ্চাইজি খেলবে মেয়েদের বিপিএলে। তবে এখনো ফ্রাঞ্চাইজি নির্ধারিত হয়নি।
ফাহিম বলেন, ‘ইতোমধ্যে আমরা কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এভাবে শুরু করতে চাই এবং দেখতে চাই নারীদের এই প্রতিযোগিতা টি-টোয়েন্টি ফরম্যাটে কি ধরনের প্রভাব ফেলে। আমরা আশা করছি, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো।’
এছাড়া টুর্নামেন্টের দল গঠনে বিষয়ে তিনি জানান, প্রতিটি ফ্রাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে ১৫ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট হওয়ায় বিদেশি খেলোয়াড়ও থাকবেন, তবে মূল একাদশে কেবল একজন বিদেশি রাখা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/বিটি