নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দৌড়ে শেষ হাসি হাসল স্পেন, গড়ল রেকর্ড। রোমাঞ্চকর লড়াইয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেনের মেয়েরা।
এদিন ম্যাচের শুরুই দাপট দেখায় স্প্যানিশরা। ম্যাচে ৬৩ শতাংশ সময় বল ছিল স্পেনের মেয়েদের পায়ে। এতে প্রতিপক্ষের জালে ১৩টি শট নেয় তারা। এর মধ্যে দুটি ছিল অন টার্গেট। সেই দুটি শটেই গোল আসে।
অপরদিকে সুইডেনের স্পেনিশদের রক্ষণ ভেদ করে ছয়টি শট নিলেও টার্গেটে ছিল ৩টি। এর মধ্যে একটি থেকে সফলতা আসে।
ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুদল। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটের ম্যাচের প্রথম গোলের দেখা পায় স্পেন। ফরোয়ার্ড সামলা সেলেস্তে। তবে সমতায় ফিরতে দেরি করেনি সুইডেন। ৮৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে স্পেনের জালের বল পাঠান সুইডিশ স্ট্রাইকার রেভেকা ব্লমকিভিস্ট।
এর একমিনিট পরেই ডিফেন্ডার ওলগা কারমোনার গোলে এগিয়ে যায় স্পেন। আর এতেই ইতিহাস গড়া জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পা রাখে স্প্যানিশ মেয়েরা।
আরও পড়ুন: মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলবেন জামাল ভূইয়া
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এসএ