Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দুই হারে কোণঠাসা বাংলাদেশ

ছবি- গুগল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি তারা। ফলে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে পাঠায় বাংলার মেয়েরা। দুই উইকেট হারিয়ে ১০ হাতে রেখেই দেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা দুই হারে কোণঠাসা লাল-সবুজ জার্সিধারীরা।

সাহারা ওভালে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনিকে (২) তুলে নেন পেসার মারুফা আক্তার। যদিও তাতে খুব বেশি বেগ পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অ্যালিসা হিলি ও মেগ ল্যানিং। ৩৬ বলে ৩৭ রান করে অ্যালিসা হিলে সাজঘরে ফিরলেও মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। তাকে সঙ্গ দেন চার নম্বরে নামা অ্যাশলে গার্ডনার। তিনি ২০ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় ১৮ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে। ৭টি চারে আর ১টি ছয়ে ৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে জর্জিয়া ওয়ারহাম ২০ রানে নেন তিনটি উইকেট। এছাড়া ডার্সি ব্রাউন ২৩ রানে নেন দুটি উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবারও বাজে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হলো।

আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট