বাংলাদেশ থেকে সরে গেল ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনের অনুকূলে না থাকায় বাংলাদেশের পরিবর্তে অন্য দেশে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আজ মঙ্গলবার (২০ আগস্ট) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। কিন্তু জুলাই মাস থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ বিঘ্নিত হয়। যার ফলে নিরাপত্তা সমস্যা দেখা দেয়।
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি উপলব্ধি করে এই মেগা টুর্নামেন্টটি অন্য দেশে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করে আইসিসি। এক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে তাদের তালিকায় ছিল ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। অবশেষে আজকের সভার পর নতুন আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন:
» বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন শান মাসুদ
» আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অভিষেকের ২১ বছর
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হবে। এই টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ অক্টোবর এবং পর্দা নামবে ২০ অক্টোবর।
বিশ্বকাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি থেকে আজকের দিন পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আইসিসির সঙ্গে ভার্চুয়াল সভা হয়েছে বিসিবির। সভায় উপস্থিত পরিচালকদের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে। তবে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক হোস্ট হিসেবে বাংলাদেশের নামই থাকবে।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/বিটি