Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করলো আইসিসি

ICC Women's World Cup 2024_new schedule
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশিত হয়েছে। ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) আসন্ন এই টুর্নামেন্টের নতুন সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩-২০ অক্টোবর আরব আমিরাতের দুবাই ও শারজাহ এই দুটি ভেন্যুতে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে।

আরও পড়ুন:

» আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

» সাকিবকে নিয়ে মুশফিকের বার্তা, আমরা সবসময় পাশে আছি বন্ধু 

গ্রুপ এ : অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা

গ্রুপ বি : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি

গ্রুপ পর্ব 

 দিন ও তারিখ   ম্যাচ   ভেন্যু  সময়
 ৩ অক্টোবর, বৃহস্পতিবার  বাংলাদেশ বনাম স্কটল্যান্ড,  শারজাহ  দুপুর ২টা
 ৩ অক্টোবর, বৃহস্পতিবার  পাকিস্তান বনাম শ্রীলঙ্কা  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ৪ অক্টোবর, শুক্রবার  দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ  দুবাই  দুপুর ২টা
 ৪ অক্টোবর, শুক্রবার  ভারত বনাম নিউজিল্যান্ড  দুবাই  সন্ধ্যা ৬টা
 ৫ অক্টোবর, শনিবার  বাংলাদেশ বনাম ইংল্যান্ড  শারজাহ  দুপুর ২টা
 ৫ অক্টোবর, শনিবার  অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ৬ অক্টোবর, রবিবার  ভারত বনাম পাকিস্তান  দুবাই   দুপুর ২টা
 ৬ অক্টোবর, রবিবার  ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড  দুবাই  সন্ধ্যা ৬টা
 ৭ অক্টোবর, সোমবার  ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা  শারজাহ  সন্ধ্যা ৬টা

 

 ৮ অক্টোবর, মঙ্গলবার  অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ৯ অক্টোবর, বুধবার  দক্ষিণ আফ্রিকা বনাম স্কটল্যান্ড  দুবাই  দুপুর ২টা
 ৯ অক্টোবর, বুধবার  ভারত বনাম শ্রীলঙ্কা  দুবাই  সন্ধ্যা ৬টা
১০ অক্টোবর, বৃহস্পতিবার  বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ১১ অক্টোবর, শুক্রবার  অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান  দুবাই  সন্ধ্যা ৬টা
 ১২ অক্টোবর, শনিবার  নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা  শারজাহ  দুপুর ২টা
 ১২ অক্টোবর, শনিবার  বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা  দুবাই  সন্ধ্যা ৬টা
 ১৩ অক্টোবর, রবিবার  ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড  শারজাহ  দুপুর ২টা
 ১৩ অক্টোবর, রবিবার  ভারত বনাম অস্ট্রেলিয়া  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ১৪ অক্টোবর,সোমবার  পাকিস্তান বনাম নিউজিল্যান্ড  দুবাই  সন্ধ্যা ৬টা
 ১৫ অক্টোবর, মঙ্গলবার  ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ  দুবাই  সন্ধ্যা ৬টা

সেমিফাইনাল ও ফাইনাল 

 দিন ও তারিখ   ম্যাচ   ভেন্যু  সময়
 ১৭ অক্টোবর, বৃহস্পতিবার  সেমিফাইনাল ১  দুবাই  সন্ধ্যা ৬টা
 ১৮ অক্টোবর, শুক্রবার  সেমিফাইনাল ২  শারজাহ  সন্ধ্যা ৬টা
 ২০ অক্টোবর, রবিবার  ফাইনাল  দুবাই  সন্ধ্যা ৬টা

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট