আগামী অক্টোবরে নারী টি-টোয়ান্টি বিশ্বকাপের নবম আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্টটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশকে আয়োজক দেশ হিসেবে রেখেই আরব আমিরাতে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে গত আসরের চেয়ে এবারের আসরের প্রাইজমানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা পুরুষদের প্রাইজমানির ক্রিকেটের সমান।
নারী টি-টোয়ান্টি বিশ্বকাপের নবম আসরের জন্য মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি টাকারও বেশি। গত আসরের তুলনায় এই প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ২২৫ শতাংশ।
আরও পড়ুন:
» মিরাজকে পরবর্তী সাকিব বলে আখ্যা দিলেন হাথুরুসিংহে
» শ্রীলঙ্কায় উড়তে থাকা বাংলাদেশ মাটিতে নামলো
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স এবং রানার্সআপ উভয় দলেরই প্রাইজমানি গত আসরের চেয়ে ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার মার্কিন ডলার বা ২৭ কোটি ৯৭ লাখ টাকারও বেশি। যেখানে অষ্টম আসরে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ মার্কিন ডলার। যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৫ লাখ টাকার সমান।
অন্যদিকে রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা ১৩ কোটি ৯৮ লাখ টাকা। যা গত আসরে ছিল ৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬ কোটি টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার বা ৮ কোটি টাকা। গত আসরে ছিল ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা ২২১ শতাংশ বেড়েছে।
গ্রুপ পর্বের ক্ষেত্রে প্রাইজমানি বেড়েছে ৭৮ শতাংশ। প্রতিটি জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার বা ৩৭ লাখ টাকার মতো পাবে দলগুলো। তবে কোনো জয় না পেলেও শুধু অংশগ্রহণ করেই ১ লাখ ১২ হাজার ৫০০ মার্কিন ডলার বা ১ কোটি ৩৪ লাখ টাকারও বেশি পাবে দলগুলো।
এছাড়া নিজ নিজ গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা ৩ কোটি ২২ লাখ টাকারও বেশি এবং পঞ্চম স্থানে থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার বা দেড় কোটি টাকারও বেশি।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। শারজায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/বিটি