চার বছরের অপেক্ষার অবসান হয়ে যাচ্ছে মাত্র দেড় মাসে। শেষ হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর আসর। ভারত-অস্ট্রেলিয়ার উত্তাপ ছড়ানো ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। ম্যাচের আগেই রচিত হচ্ছে নানা গল্প নানা ইতিহাস। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেবেন কারা? কাদের মধ্যে হবে লড়াই?
কোহলি বনাম ম্যাক্সওয়েল
ভারতের সবচেয়ে নির্ভরতার নাম বিরাট কোহলি। রানের ফোয়ার ঝরানো কোহলির দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। অন্যদিকে নিজের আসল রূপ দেখাতে পারলে সব আলো কেড়ে নিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। উড়িয়ে দিতে পারেন ভারতের সব স্বপ্ন ও সাধনা।
রোহিত বনাম ওয়ার্নার
অধিনায়কত্ব দিয়ে এবারের বিশ্বকাপে বেশ নজর কেড়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইনিংসের শুরুতেই দলের রানের চাকায় দিয়ে যাচ্ছেন বড় সড় গতি। তাই তাকে নিয়ে ভাবতে হবে আলাদাভাবে। রোহিতেরম বিপরীতে আপনার নজর কাড়তে পারেন ডেভিড ওয়ার্নারও। সিরাজ-শামি-বুমরাদের হতাশার কারণ হতে পারেন এই ওপেনার।
শামি বনাম জাম্পা
প্রথম চার ম্যাচে ভারত যাকে বসিয়ে রেখেছিল সেই শামিই এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি উইতেট শিকারি। ফাইনালে তাই তাকে বাদ দিয়ে একাদশ গঠন করা কঠিন। ফাইনালের আগে শিকার ২৩ উইকেট। বল হাতে থাকা অবস্থায় আলো কাড়তে পারেন শামি। তবে ছেড়ে কথা বলবেন লেগস্পিনার অ্যাডাম জাম্পাও। অজিদের সেরা চার বোলিং ফিগার জাম্পার। মিশন হেক্সা সম্পন্ন করতে জাম্পাকে ঘূর্ণি ভেলকি দেখাতে হবে।
এছাড়াও শুভমান, শ্রেয়াস আইয়ার কিংবা রবীন্দ্র জাদেজা হতে পারেন ভারতের এক্স ফ্যাক্টর। ট্রেভিস হেড, প্যাট কামিন্স কিংবা লাবুশানেও জ্বলে উঠলে বদলে যেতে পারে ম্যাচের চেহারা।
তবে সব গল্প কতটা বাস্তব রূপ পাবে, তা দেখতে তাকিয়ে থাকতে হবে দুপুর আড়াইটায় শুরু হওয়া ফাইনালের দিকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার সানডে দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
আরও পড়ুন: ভারতের তৃতীয় শিরোপা, নাকি হবে অজি হেক্সা?
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এজে