Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া!

India_Pakistan Ticket
ভারত-পাকিস্তান। ছবি- সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তা যেন ক্রিকেটের লড়াই ছাপিয়ে আরও বেশি কিছু। রাজনৈতিক বৈরিতার কারণে সাধারণত এশিয়া কাপও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে এই দুই দেশের ম্যাচ আর দেখা যায় না বললেই চলে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। জুন মাস থেকে শুরু হতে যাওয়া ব্যাট-বলের ধুন্ধুমার আসরের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বরাবরের মত এবারেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। একদিকে আসরের বাকি ম্যাচগুলোর মধ্যে এই ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি ধরা হয়েছে। এর মধ্যেও বিশ্বকাপ শুরুর তিন মাস আগে থেকেই টিকিট নিয়ে কাড়াকাড়ির অবস্থা।

ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস যুক্তরাষ্ট্রের দ্য ইউএসএ টুডের বরাত দিয়ে জানিয়েছে, রি-সেল প্ল্যাটফর্ম ‘স্টাবহাব’ ও ‘সিটগিক’ এর মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ইতোমধ্যেই সর্বোচ্চ ১ কোটি ৮৪ লাখ রুপিতে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার কাছাকাছি।

আইসিসির ওয়েবসাইটে টিকিটের মূল্য এতটা বেশি ধরা না হলেও মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা পুনরায় বিক্রি করাতে টিকিটের এই আকাশছোঁয়া দাম। আইসিসি অফিসিয়ালি বিশ্বকাপে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে ৬ ডলার (৬৫৮ টাকা)। আর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে ৪০০ ডলার (প্রায় ৪৪ হাজার টাকা)।

রি-সেল সাইটে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট মূল্য ধরা হয়েছে ৪০ হাহার ডলার। টাকার অঙ্কে ৪৪ লাখ টাকারও বেশি। প্ল্যাটফর্ম ফিসহ দাঁড়ায় ৫০ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ টাকা)। প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হলে টিকিটের মূল্য হবে ২ লাখ ২২ হাজার ডলার।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সবচেয়ে বড় আকর্ষণ এই ম্যাচটি

আরও পড়ুন: সিরিজে আজ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, মিরাজের কন্ঠে আত্মবিশ্বাস 

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট