Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাই : দলে জায়গা হারালেন জিকো, আর কারা আছেন?

World Cup Qualifier_ Zico lost his place in the team, who else is there?
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে বাফুফে। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া ও লেবাবননের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচগুলোকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ মে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই দলে জায়গা হয়নি সময়ের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর।

জাতীয় দলের গোলপোস্টের নিচে হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম পছন্দ বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা মিতুল মারমা। এছাড়া আগে থেকেই দলে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। তবে সবশেষ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে দলে থাকলেও এবার বাদ পড়েছেন জিকো।

জিকোর পরিবর্তে জায়গা পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। সদ্য সমাপ্ত মৌসুমে মোহামেডানের হয়ে দারুণ খেলেছেন এই ২৭ বছর বয়সী গোলরক্ষক।

এছাড়া ফিলিস্তিনের বিপক্ষে ২৩ সদস্যের দলে থাকা ডিফেন্ডার হাসান মুরাদ ও সুমন রেজা, মিডফিল্ডার জায়েদ আহমেদ, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও আরমান ফয়সাল আকাশ আসন্ন দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন।

তবে দলে ফিরেছেন তরুণ তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন। এছাড়া তারিক কাজী, রিমন হোসেন, সুশান্ত ত্রিপুরা, মেহেদী হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ।

আগামী ৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১১ জুন কাতারে লেবাননের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, কাজেম শাহ কিরমানি।

ফরোয়ার্ড:  রাকিব হোসেন, শেখ মোরসালিন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।

আরও পড়ুন:

সেমিতে বাংলাদেশ, এবার শিরোপা ধরে রাখতে পারবে? 

আইসিসি থেকে দুঃসংবাদ উড়ে এলো সাকিবের কাছে

ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল