Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

বুট জোড়া কবে তুলে রাখবেন জানালেন বিশ্বকাপজয়ী জিরুদ

প্রায় এক যুগের ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দিয়ে রাখলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ার জিরুদ। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা জিরুদ।

বিশ্বকাপজয়ী ফুটবলার এখনো জিততে পারেননি ইউরোর শিরোপা। তাই জানালেন ক্যারিয়ার শেষ করার আগে ছুঁয়ে দেখতে চান ইউরোপ সেরার ট্রফিটি। তবে শিরোপা জিততে না পারলেও অবসর নেবেন বলে জানিয়ে রাখেন, ‘আমি ইউরোর ট্রফি মিস করছি। যদি আমরা এটি জিততে পারি, আমি খেলা থেকে অবসর নিয়ে নেব। যদি শেষ পর্যন্ত জিততে নাও পারি, তবুও আমি অবসর নেব।’

I was decisive in another way - Giroud defends | beIN SPORTS

তিনি আরো বলেন, ‘আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমি কিছু লোককে বলেছিলাম, ২০২২ বিশ্বকাপ জিততে পারলে আমি তখনই অবসর নিয়ে নিতাম। কিন্তু আমি দেশকে আরও শিরোপা জেতাতে চাই। আমার আশা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। যদি আমরা ভালো করতে পারি, তবে এটি সম্ভব হতে পারে।’

আসন্ন ইউরোর ড্র শনিবার (২ ডিসেম্বর) হামবুর্গে অনুষ্ঠিত হয়েছে। ইউরোর গ্রুপ ‘ডি’ তে জায়গা হয়েছে ফরাসিদের। গ্রুপে আরও রয়েছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। এছাড়াও প্লে-অফ খেলে আসবে আরেকটি দল। জিরুদ মনে করেন গতবারের তুলনায় ইউরোর ড্র অনেকটা সহজ হয়েছে।

Olivier Giroud Reveals Pride at Winning World Cup With France After Ongoing  Battle With Critics - Sports Illustrated

তিনি বলেন, ‘নেদারল্যান্ডসকে আমরা খুব ভালো করেই চিনি। তাদের বিপক্ষে সব সময়ই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। অস্ট্রিয়ারও ভালো তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বড় ক্লাবে খেলছে। গ্রুপে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু এটা সহজ হবে না। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে। এছাড়া ওয়েলস অথবা পোল্যান্ড সম্ভবত আমাদের সঙ্গী হতে পারে। তবে সম্ভবত সর্বশেষ ইউরোর চেয়ে একটু তুলনামূলক সহজ ড্র হয়েছে।’

এর আগে ২০১১ সালে ফ্রান্সের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপ জয়ের কালে ফ্রান্সের একাদশেও খেলেছিলেন জিরুদ। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৬টি গোল করেছেন তিনি। বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে।

আরও পড়ুন: সদ্য সুখস্মৃতি নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি