মাদক গ্রহণের দায়ে ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা পল পগবার। তবে তাকে পুরো শাস্তি পেতে হচ্ছে না। তার শাস্তি ১৮ মাস করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে পগবার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ উঠলে ৪ বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়।
এই বিষয়ে পগবা বলেন,’ আমি আগেও বলছি, এখনও বলছি, আমি কখনই জেনেশুনে বিশ্ব অ্যান্টি–ডোপিং সংস্থার বিধি লঙ্ঘন করিনি। একজন চিকিৎসকের দ্বারায় আমি পুষ্টিকর সম্পূরক গ্রহণ করি যা পুরুষ ক্রীড়াবিদদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়াও না।’
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) নিকট আপিল করেন ফ্রান্স মিডফিল্ডার পগবা। তার আপিলের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার ১৮ মাসে কমিয়ে আনা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বকাপ জয়ী এই তারকাকে নিষিদ্ধ করা হয়।
শাস্তি কমিয়ে আসার বিষয়ে পগবা বলেছেন, ‘ডোপিংয়ের জন্য আমাকে যে চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল তা ১৮ মাস করা হয়েছে। এখন আমার দুঃস্বপ্ন শেষ। আশা করি, ১১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৮ মাসের স্থগিতাদেশ কার্যকর হবে।’
আরও পড়ুন: হামজাকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ
পগবার ২০২৬ সাল পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি ছিল। ৪ বছর নিষেধাজ্ঞা থাকার কারণে তার ক্যারিয়ার শেষ হওয়ার পথে ছিল। তবে শাস্তি কমিয়ে আসার ফলে আগামী বছরের শুরু থেকে অনুশীলন করতে পারবেন এই ফুটবলার। আগামী বছর ১১ মার্চ থেকে মাঠে ফিরতে পারবেন তিনি।
গত বছরের ২০ আগস্ট জুভেন্টাস হয়ে উদিনেসের বিপক্ষে মাঠে নামেন পগবা। এ ম্যাচের পর ডোপ পরীক্ষায় পগবার শরীরে টোস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। সে বছরের সেপ্টেম্বরে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং গেল ফেব্রুয়ারিতে ইতালির জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনাল তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে।
ক্রিফোস্পোর্টস/০৫ অক্টোবর ২৪/এইচআই