আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনি কতদিন থাকবেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই ধোঁয়াশার তৈরি হয়েছিল। যদিও কিছু দিন আগেই দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ হিসেবে থাকার নিশ্চয়তা দিয়েছেন এই আর্জেন্টাইন। এবার আলবিসেলেস্তেদের ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো স্কালোনি নিজেই তাকে ঘিরে সকল অনিশ্চয়তা দূর করলেন।
কিছুদিন আগে আর্জেন্টিনার কিছু স্থানীয় সংবাদমাধ্যম দাবি করে, স্কালোনি কমপক্ষে আসন্ন কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকতে সম্মত হয়েছেন। এ বিষয়ে তিনি নাকি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে চুক্তিও সম্পন্ন করেছেন। এবার স্কালোনি নিজেই আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার কথা নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইতালিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে ইস্যুটি নিয়ে কথা বলেন এই মাস্টারমাইন্ড। মূলত আগে বলা কথার ব্যাখ্যা দাঁড় করিয়ে স্কালোনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক ধরনের কথা ছড়াচ্ছে। কিন্তু সব সময় সত্যিটা বলারই চেষ্টা করি। কিছু সময় থাকে কি করণীয় তা ভেবে দেখার। আমার আগের কথাটা মোটেই বিদায়ের ইঙ্গিত ছিল না। জাতীয় দল কিভাবে অগ্রসর হতে পারে সেটাই আমি প্রকাশ করেছি। পাশাপাশি তরুণদের স্থান করে দেয়ার কথা বলেছি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা যায় সেটা মুহুর্তের প্রতিচ্ছবি ছিল।’
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাটিতে তাদেরকে ১-০ তে হারিয়ে দেয়ার পর স্কালোনির যে মন্তব্যে ঝড় উঠেছিল, সে কথাটা অনেকটা এমন ছিল, ‘এভাবে চালিয়ে গিয়ে জয়ের ধারা অব্যাহত রাখাটা খুব জটিল বিষয়। আর্জেন্টিনার কোচ হিসেবে এমন কাউকে দরকার যার মধ্যে সব ধরনের প্রেরণা কাজ করবে।’
স্কালোনি জাতীয় দলের দায়িত্বে আসেন ২০১৮ সালে। তার অধীনেই মেসিরা ১৯৮৬ বিশ্বকাপের পর প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান ২০২১ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। আর তার পরের বছর তো ২০২২ বিশ্বকাপ জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরও পড়ুন: এশিয়ার ফুটবল মহাযজ্ঞ: সর্বোচ্চ শিরোপা যাদের ঘরে
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমএস/এমটি