
ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর সকার লিগে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার অলিভিয়ের জিরুর। বর্তমানে এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলছেন এই তারকা। আর সেখানে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে কোটি কোটি টাকার মূল্যবান সামগ্রী লুট হয়েছে।
মার্কিন গণমাধ্যম ইএসপিএন ও টিএমজেড স্পোর্টস জানিয়েছে, অলিভিয়ের জিরুর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে ১০টি বিলাসবহুল ঘড়িসহ একাধিক মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ ডলারের মূল্যবান সামগ্রী লুট করেছে চোরেরা।
চলতি মাসের শুরুতে ঘটেছিল এই ঘটনা। গত ৫ ফেব্রুয়ারি জিরুর স্ত্রী চুরির বিষয়ে জানতে পারেন এবং সেদিনই লস অ্যাঞ্জেলেস পুলিশের কাছে চুরির অভিযোগ জানান।
আরও পড়ুন:
» ইংলিশ ক্লাব শেফিল্ডে সর্বোচ্চ বেতন হামজার, কত কোটি?
» দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার আফগানিস্তানের
এ বিষয়ে তারা জানায়, চোরেরা একটি জানালা ভেঙে জিরুর বাড়ির ভেতরে প্রবেশ করে। চুরির ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। পরবর্তীতে তার স্ত্রী চুরির বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় বর্তমানে তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত মৌসুম শেষে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ছেড়ে এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দেন জিরুর। এসি মিলানের আগে চেলসি, আর্সেনালের মতো ইংলিশ জায়ান্টের হয়েও দীর্ঘদিন খেলেছেন এই ফরোয়ার্ড। ২০২৪ সালের ইউরো দিয়ে ফ্রান্স জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/বিটি
