Connect with us
ফুটবল

লিভারপুল কিংবা বায়ার্ন নয়, লেভারকুসেনেই থাকছেন জাবি আলোনসো

Xabi Alonso is staying in Leverkusen, not Liverpool or Bayern
জাবি আলোনসো। ছবি- সংগৃহীত

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের জন্য ২০২৩-২৪ মৌসুমটা স্বপ্নের মতই কাটছে। জার্মান লিগ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের দীর্ঘ শিরোপা জয়ে বাঁধ সাধতে চলেছে তারা। আর স্বপ্নসারথি হিসেবে এই যাত্রায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড জাবি আলোনসো। আগামী মৌসুমের জন্য ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর লক্ষ্যে পরিণত হয়েছেন এই স্প্যানিয়ার্ড।

২০২২ সালে ধ্বজভঙ্গ লেভারকুসেনের দায়িত্ব নিয়ে প্রায় দু’বছরের মাথায় ইউরোপের অন্যতম বিধ্বংসী দলে পরিণত করেছেন তিনি। এমনকি চলতি মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে এখনো কোনো ম্যাচ হারেনি তারা। লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তো আছেই, পাশাপাশি ইউরোপা লিগেও এখনো জার্মান ক্লাবটি টিকে আছে।

লেভারকুসেনের মত দল নিয়ে এমন সাফল্যে ভরা মৌসুম দেখে আলোনসোকে ডাগআউটে ভেড়াতে আগ্রহী ছিল লিভারপুল, বায়ার্ন মিউনিখের মত ইউরোপীয় জায়ান্টরা। মজার বিষয় হলো এই দুই ক্লাবেই খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্প্যানিয়ার্ডের। চলতি মৌসুম শেষে রেডসদের বিদায় জানাবেন ইয়ুর্গেন ক্লপ। তাই ক্লপের স্থলাভিষিক্ত হিসেবে লিভারপুলের সবচেয়ে পছন্দের ছিল জাবি।

অপরদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও মৌসুম শেষে বর্তমান কোচ থমাস টুখেলকে বিদায় জানাবেন। তাদেরও পছন্দের শীর্ষে ছিল এই স্প্যানিয়ার্ড। কিন্তু দল-বদলের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত লেভারকুসেনের ডাগআউটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আলোনসো। এক বছরের মধ্যে অন্য কোন দলে যাওয়ার তার ইচ্ছাও নেই। এমনকি তার ক্লাবের সঙ্গে বর্তমানে যে চুক্তি রয়েছে তাতে খুব শীঘ্রই রিলিজ ক্লজ যোগ করা হবে।

এর আগে এই স্প্যানিয়ার্ডের সঙ্গে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল লিভারপুল ও বায়ার্ন মিউনিখের। তবে একদিন আগেই আশা ছেড়ে দিয়ে নতুন কোচের সন্ধানে নামে রেডসরা। আর এখন বাভারিয়ানদেরও হয়তো অন্য পথে হাঁটতে হবে। ২০২২ সালে লেভারকুসেনের ডাগআউটে দাঁড়ানো আলোনসোর ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ২৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তার দল, দুইয়ে থাকা বায়ার্নের সমান ম্যাচে পয়েন্ট ৬০।

আরও পড়ুন: নেইমারকে নিয়ে গুঞ্জনের জবাব দিলেন বেকহ্যাম

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল