গত সপ্তাহে গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
একই সাথে পেশী শক্তির অতিরিক্ত ব্যবহারের ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বার্সার আরেক ব্রাজিলীয় উইঙ্গার রাফিনহাকে।
ডাগআউটে জাভিকে ছাড়াই রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মৌসুমে নিজেদের হোম ম্যাচ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর বার্সা কোচ জাভি ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে এই শাস্তি দেয়া হয়েছে।
দুই লাল কার্ডের ওই ম্যাচে গোল শুন্য ড্র করে নতুন ফুটবল মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে টাচলাইন অতিক্রম করে প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয় কাতালান বস জাভিকে। দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এই দুজনকে ২৭ আগস্ট ভিয়ারিয়াল সফরেও দলের বাইরে থাকতে হবে।
প্রথম ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর জাভি বলেছিলেন, ‘এটি নিয়ে খুব বেশী মাথা ঘামানোর প্রয়োজন নেই। গত মৌসুমটিও আমরা বাজেভাবে শুরু করেছিলাম। শেষ পর্যন্ত আমরা সঠিক লক্ষ্য পুরণ করেছি। এবার আমি দলের খেলা এবং ফলাফলের আরো উন্নতি দেখতে আগ্রহী। একটি মাত্র পয়েন্ট আমাদের জন্য পর্যাপ্ত নয়। তবে আমাদের জন্য ম্যাচটি বেশ কঠিন ছিল।’
আরও পড়ুন: আল হিলালে নেইমারের অভিষেক আজ
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৩/এমএইচ