লা লিগার ম্যাচে গেল রাতে লাস পালমাসের বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। এদিকে ম্যাচের মাত্র ২৪ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় পালমাস। এতে প্রতিপক্ষকে আরও চেপে ধরে কাতালানরা। তবে শেষ পর্যন্ত কেবল ১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
গতকাল শনিবার (৩০ মার্চ) রাতে অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে লাস পালমাসকে ১-০ গোলে পরাজিত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ঘরের মাঠে বার্সেলোনার হয়ে একমাত্র জয়সূচক গোল করেন রাফিনিয়া। এই জয়ের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিল কাতালানরা।
তবে ঘরের মাঠে দশজনের প্রতিপক্ষ দলের বিপক্ষে মাত্র ১ গোলের জয়ে সন্তুষ্ট নন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমাদের আরও বেশি গোলে জেতা উচিত ছিল। ম্যাচ শেষ করে দেওয়ার পরিষ্কার কয়েকটি সুযোগ পেয়েছিলাম। আমরা খেলেছি ১০ জনের বিরুদ্ধে এবং অনেক সুযোগ তৈরি করেছিলাম। সুতরাং আমি মনে করি এক গোল যথেষ্ট ছিল না।’
এদিন ম্যাচের শুরু থেকে অসংখ্য ভালো সুযোগ পেয়েও সফলতা পায়নি বার্সেলোনা। ম্যাচের মাত্র ৫ মিনিটেই পালমাসের জালে বল জড়িয়ে ছিলেন লেভানদোভস্কি। তবে সেটি কাটা পড়ে অফসাইডের নামে। ১৬ মিনিটেও একটি গোল করেছিলেন রাফিনিয়া। তবে সেই গোলটিও বাতিল হয় একই অজুহাতে।
প্রথমার্ধে বার্সেলোনা পালমাসের গোলে ৮ বার শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছিল মোটে ১ বার। যেখানে লেভানদোভস্কির একটি দারুণ শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এছাড়া তার আরেকটি শট প্রতিহত হয় গোল পোস্টে লেগে। এছাড়া একাধিক সহজ সুযোগ পেয়েও গোল পোস্টে বল রাখতে পারেননি বার্সার ফুটবলাররা।
দ্বিতীয় আর্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। এতে করে ম্যাচে ৫৯ তম মিনিটে গিয়ে সফলতা পায় দলটি। বক্সের মধ্যে সতীর্থের এক দুর্দান্ত ক্রসে হেড করে দারুন এক গোল দেন রাফিনিয়া। ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল জোয়াও ফেলিক্স। তবে দুই দফায় পোস্টে বল লেগে প্রতিহত হয় সেটি।
এরপর ম্যাচে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে নিজেদের খেলা ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট এক ম্যাচ কম খেলেই ৭২। এছাড়া ৩০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে লাস পালমাস।
আরও পড়ুন: জয় বঞ্চিত মেসিবিহীন মায়ামি, কোয়ার্টার ফাইনাল নিয়ে দুশ্চিন্তা
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এফএএস