Connect with us
ফুটবল

চাকরি হারালেন জাভি, বার্সার নতুন কোচ কে হবেন?

Xavi lost his job, who will be the new coach of Barca?
জাভিকে বরখাস্ত করেছে বার্সেলোনা। ছবি- সংগৃহীত

অবশেষে কোচ হিসেবে বার্সেলোনা অধ্যায় শেষ হতে যাচ্ছে জাভি হার্নান্দেজের। সাবেক এই বার্সা ও স্প্যানিশ মিডফিল্ডারকে বরখাস্ত করেছে ক্লাবটি। শুক্রবার (২৪ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বার্সেলোনায় জাভির ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই নাটক চলছিল। অবশ্য মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়া ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে ক্লাবের অনুরোধে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এই স্প্যানিয়ার্ড। তবে মৌসুমের শেষদিকে এসে জাভিকে বরখাস্ত করেছে ক্লাবটি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানায়, বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা জাভিকে জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন না জাভি।

ক্লাবটি আরো জানায়, জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে বার্সেলোনা। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে তার অতুলনীয় ভূমিকার জন্য ক্লাব কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা। আগামী রবিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সা অধ্যায় শেষ হবে জাভির। ক্লাবের নতুন কোচের বিষয়ে দ্রুতই ঘোষণা দেওয়া হবে।

এখন প্রশ্ন হচ্ছে জাভি পরবর্তী বার্সেলোনার দায়িত্ব নেবেন কে? গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল বায়ার্ন মিউনিখের সাবেক জার্মান কোচ হ্যান্সি ফ্লিককে দেখা যেতে পারে বার্সেলোনার ডাগআউটে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে ফ্লিকের সঙ্গে বৈঠক হয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর। তার সঙ্গে মৌখিক চুক্তিও হয়েছে বলে জানা গেছে।

এছাড়া দলবদলের বিশ্বস্ত মুখ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন হ্যান্সি ফ্লিকের সঙ্গে ২ বছরের চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। অর্থাৎ ২০২৬ পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে থাকবেন ফ্লিক। তবে এ বিষয়ে ক্লাব থেকে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। তার অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পেয়েছে। যেখানে ১টি লা লিগা ও ১টি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে ক্লাবটি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল