বয়স মাত্র ১৬; এখনই উঠে এসেছেন ইউরোর মত বড় স্টেজে। আর প্রথমবারের মতো এসেই রীতিমতো স্পেনের তারকা বনে গেছেন লামিনে ইয়ামাল। চলতি আসরে এখন পর্যন্ত তিন গোলে সহায়তা করে দলকে সেমিফাইনালে উঠাতে ভূমিকা রেখেছেন বড়। তবে আইনের মারপ্যাচে ইউরোতে গোটা ম্যাচ তাকে দিয়ে খেলাতে পারছেন না কোচ দে লা ফুয়েন্তে।
এই তরুণ ফুটবলার ইতোমধ্যেই মন জয় করে নিয়েছে সবার। ইউরোর এক আসরে তার থেকে বেশি অ্যাসিস্ট করতে পারেনি আর কোন স্প্যানিশ ফুটবলার। এর আগে ইয়ামালের সমান তিনটি করে অ্যাসিস্ট করেছিলেন সেস্ক ফাব্রেগাস (২০০৮), ডেভিড সিলভা (২০১২) এবং দানি ওলমো (২০২১)। এবার ২০২৪ সালে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এই কীর্তি গড়েছেন লামিনে ইয়ামাল।
তবে এই বিস্ময় বালকের টুর্নামেন্টে গোটা ম্যাচ খেলতে বাধা হয়ে দাঁড়াচ্ছে জার্মানের আইন। মূলত চলমান ইউরো চ্যাম্পিয়নশিপ বসেছে জার্মানিতেই। আর সেই দেশের স্থানীয় শিশুশ্রম আইনে বেঁধেছে যত বিপত্তি। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের স্থানীয় সময় রাত ৮টার পরে কাজ করানো বেআইনি। অবশ্য খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত ১১টা পর্যন্ত।
জার্মানির আইন ভঙ্গ করে যদি কোন শিশু ফুটবলারকে রাত ১১টার পর মাঠে খেলানো হয়, তবে গুনতে হবে মোটা অংকের জরিমানা। এক ম্যাচের হিসেবে যা দাঁড়ায় প্রায় ২৭ লক্ষ টাকা। অবশ্য আইন অমান্য করে রাউন্ড অফ সিক্সটিনের নকআউট ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ইয়ামালকে পুরো ম্যাচ খেলিয়েছিল স্পেন। এর আগে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৮৬ মিনিট, ইটালির বিরুদ্ধে ৭১ মিনিট ও আলবেনিয়ার বিরুদ্ধে ১৯ মিনিট করে মাঠে ছিলেন তিনি।
এদিকে আইন অনুযায়ী ইয়ামাল এখনো নাবালক শিশু। আর ইউরোতে দিনের শেষ ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯ টায়। যা শেষ হতে পেরিয়ে যায় রাত ১১ টার বেশি। মূলত এ কারণেই দলের অন্যতম পারফরমার হওয়া সত্বেও গ্রুপ পর্বের প্রতি ম্যাচে তাকে পুরো সময় খেলার আগে উঠিয়ে ফেলতে বাধ্য হয়েছে ছিলেন স্পেন কোচ। অবশ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৬টায় শুরু হওয়ায় তাকে খেলাতে হয়নি কোন সমস্যা।
টুর্নামেন্টে স্পেনের সেমিফাইনাল ও ফাইনাল দুটি ম্যাচই হবে স্থানীয় সময় রাত ৯টায়। এদিকে দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়েছেন, যে ম্যাচে ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে, তিনি খেলাবেন। ১৯৯৬ সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনএজারও হয়েছেন ইয়ামাল। এমন একজন ফুটবলারকে অবশ্যই গোটা ম্যাচ খেলাতে আইনের কথা ভাববেন না স্পেনের কোচ।
আরও পড়ুন: এলপিএলে খরুচে বোলিংয়ের পরেও জিতেছে মুস্তাফিজের দল
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস