পাকিস্তান জয়ের পর এবার ভারত সফরের পালা। ধীরে ধীরে এগিয়ে আসছে ভারত সফরের দিনক্ষণ। বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। তারপরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। এই সিরিজ খেলতে ১ ওভারে ৫ ছক্কা খাওয়া বোলারকে দলে নিয়েছে ভারত।
গত বছর ৯ এপ্রিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়েছিলেন ইয়াশ দয়াল। হেরেছিল তার দল গুজরাট টাইটান্স। রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছিলেন ইয়াশ। সেই ধাক্কা সামলে ফিরেছেন তিনি। এমনভাবেই ফিরেছেন যে ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের ১৬ জনের স্কোয়াডে রয়েছেন তিনি।
২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ইয়াশের। উত্তরপ্রদেশের হয়ে খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ২৪টি ম্যাচ খেলেছেন। ২৮.৮৯ গড়ে নিয়েছেন ৭৬টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন এই বাঁহাতি পেসার। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
» এক মৌসুমেই ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জয় সিনারের
» দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে জার্মানি, ব্রাজিলের প্রতিপক্ষ কে?
প্রথম টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, যশপ্রীত বুমরা এবং ইয়াশ দয়াল।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এজে