বিপিএলে প্রথমবারের মতো নিজস্ব সঞ্চালক নিয়োগ করে চমক দিয়েছে চিটাগাং কিংস। দেশীয় হোস্ট নয়; বরং কানাডিয়ান তারকা মডেল দলের সঙ্গে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লাস্যময়ী সেই মডেল ইয়েশা সাগর ইতোমধ্যেই এসেছেন বাংলাদেশে, যোগ দিয়েছেন দলের সঙ্গে। আর এসেই দলের সদস্যদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।
বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিটাগাং কিংসের এই স্টাইলিশ হোস্ট। একান্ত সাক্ষাৎকারে ইয়েশা সাগর জানিয়েছেন নিজের পরিকল্পনা ও বিপিএল নিয়ে ভাবনার কথা। উঠে এসেছে তার প্রিয় ক্রিকেটারের প্রসঙ্গ। যেখানে জানা যায় বাংলাদেশে তার পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। জানিয়েছেন সেটার কারণও।
এদেশে আসার অভিজ্ঞতার কথা জানিয়ে ইয়েশা বলেন, ‘হ্যাঁ প্রথমবার বাংলাদেশে এসেছি। অভিজ্ঞতা এখনও পর্যন্ত দারুণ। বাংলাদেশের মানুষের আতিথেয়তা, এখানকার সমর্থকরা, বিশেষ করে সামির এবং পুরো দল সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। এর পাশাপাশি আমি বিপিএল মিউজিক ফেস্টে যাওয়ার সুযোগও পেয়েছিলাম। এখানকার দর্শকরা সত্যিই দারুণ। ক্রিকেটের জন্য এখানকার মানুষ অনেক প্যাশোনেট, ব্যাপারটা দেখতে দুর্দান্ত লেগেছে।’
নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে অবশ্য শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ইয়েশা। তবে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানই ইয়াশার প্রিয় ক্রিকেটার। ইয়েশা জানান, ‘ওভারল আমি রোহিত শর্মার কথা বলব। বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। একজনকে বেছে নিতে হলে আমি সাকিব আল হাসানের কথা বলব।’
টাইগার ক্রিকেটারদের মধ্যে সাকিবকে প্রিয় হিসেবে বেছে নেওয়ার কারণ উল্লেখ করে ইয়েশা বলেছেন, ‘আমার মনে হয় তিনি দারুণ ধারাবাহিক। চাপের সময়ে তার পারফর্ম করার সামর্থ্য বেশ নজরকাড়া। দারুণ অনুপ্রেরণাদায়ী একজন ক্রিকেটার তিনি।’
ইয়েশা আরও জানান, ‘গতবছর ক্রিকেটে প্রথম সুযোগ পেলাম গ্লোবাল টি-টোয়েন্টিতে। সেখানে আমার ২ জন বন্ধুর সাথে যাই আমি। ক্রিকেটে এসে আমি খেলাটার প্রেমে পড়ে গেছি। আমার মনে হয় ক্রিকেট, প্লেয়ারদের এনার্জি আমাকে বেশ টানে। শহীদ আফ্রিদি (চিটাগাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), প্রধান কোচ শন টেইটের সাথে দেখা করার ইচ্ছা আছে আমার। সাকিব আল হাসানের সাথেও অবশ্যই এবং মঈন আলী।’
আরও পড়ুন:
» বিপিএলে চট্টগ্রামের চমক, কানাডিয়ান মডেলকে করল অফিসিয়াল হোস্ট
» কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার? খেলতে চান বাংলাদেশের হয়ে
প্রথমবারের মতো বিপিএলে কাজ করতে এসে আসন্ন আসর নিয়ে বেশ এক্সাইটেড ইয়েশা, ‘দারুণ এক্সাইটেড আমি। কারণ এখানে আমি প্রথমবার এসেছি। বাংলাদেশে ক্রিকেটের অভিজ্ঞতাটা নিতে চাই আমি। দারুণ লাগছে এখানে আমার। আমি দারুণ সম্মানিত বোধ করছি যে সামির আমাকে এখানে সুযোগ দিয়েছে তার দলের সাথে বিপিএলে কাজ করতে।’
এর আগে ১৪ ডিসেম্বর নিজের জন্মদিনের রাতে বিপিএলে চিটাগাংয়ের হোস্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এই মডেল। চিটাগাং কিংসের অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় কিংসদের জার্নির সকল অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরবেন বলে জানিয়ে রাখেন তিনি। এবার ফ্রাঞ্চাইজিটির পর্দায় এই লাস্যময়ী নারীর উপস্থাপনা উপভোগ করতে মুখিয়ে আছেন দর্শকরা।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/এফএএস