Connect with us
ক্রিকেট

অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, গুনতে হবে কত?

Champions trophy and stadium crowd
চ্যাম্পিয়ন্স ট্রফি ও স্টেডিয়ামের দর্শক। ছবি- সংগৃহীত

আগামী মাস থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। নানা ধোয়াশা কাটিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানেই অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। তবে ভারতের ম্যাচ গুলো খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে প্রতিটা দল নিজেদের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত সময় পার করছে।

৮ দলের এই টুর্নামেন্ট পরিচালিত হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলা হবে টুর্নামেন্টে একাংশের খেলা। বৈশ্বিক এই টুর্নামেন্ট উপভোগ করতে মাঠে উপস্থিত হতে চাইবে দলগুলোর সমর্থকরা। তবে প্রশ্ন থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ দেখতে কি পরিমান অর্থ খরচ করতে হবে দর্শকদের?

এরই মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দেশের মাটিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে তিন ভেন্যুর টিকিট মূল্য প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যায় বাংলাদেশি মুদ্রায় বেশ অল্প খরচে উপভোগ করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।

মাঠে বসে খেলা দেখতে একজনকে ন্যূনতম ১ হাজার পাকিস্তানি রুপি বা ৪৩৭ টাকা খরচ করতে হবে। তবে সর্বোচ্চ ১৮ হাজার রুপি বা ৭ হাজার ৮৬৮ টাকা পর্যন্ত খরচ করে বিলাসবহুল ভাবে দেখা যেতে পারে বৈশ্বিক টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ। এদিকে করাচি ও লাহোরের টিকিট মূল্য অনেকটা একই হলেও রাওয়ালপিন্ডির সাধারণ গ্যালারিতে ম্যাচ দেখতে গুনতে হবে দ্বিগুন অর্থ।


আরও পড়ুন:

» ডার্বি জিতে প্রিমিয়ার লিগের দুইয়ে উঠে এলো আর্সেনাল

» ‘অনুশীলন বয়কট’ মানতে নারাজ, ব্যাখ্যা দিল দুর্বার রাজশাহী


অবশ্য কেবল গ্রুপপর্বের ম্যাচ দেখতে খরচ করা লাগবে এই মূল্য। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট মূল্য আড়াই গুন পর্যন্ত পর্যন্ত বাড়তে পারে। টিকিট মূল্য তালিকা প্রকাশ করলেও এখনও সেই টিকিট কাটার উপায় জানানো হয়নি। তবে সেটিও খুব দ্রুতই প্রকাশ করবে বলে জানিয়েছে পিসিবি।

করাচি–
সাধারণ: ১০০০ রুপি
প্রথম শ্রেণী: ১৫০০ রুপি 
প্রিমিয়াম: ৩৫০০ রুপি  
ভিআইপি: ৭০০০ রুপি
ভিভিআইপি: ১২০০০ রুপি 

লাহোর–
সাধারণ: ১০০০ রুপি
প্রথম শ্রেণী: ২০০০ রুপি
প্রিমিয়াম: ৫০০০ রুপি
ভিআইপি: ৭৫০০ রুপি
ভিভিআইপি: ১২০০০ রুপি
গ্যালারি: ১৮০০০ রুপি

রাওয়ালপিন্ডি–
সাধারণ ঘের: ২০০০ রুপি  
প্রথম শ্রেণী: ৪০০০ রুপি  
প্রিমিয়াম: ৭০০০ রুপি
ভিআইপি: ১২৫০০ রুপি

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট