
লিওনেল মেসি আবারও তাঁর জাদুকরী পায়ের কসরত দেখিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মেসির একটি অসাধারণ গোল এবং ফাফা পিকল্টের শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে মায়ামি মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধ নিয়েছে, যখন প্লে-অফে আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল তারা।
ম্যাচের ১১তম মিনিটেই আটলান্টা ইউনাইটেড এগিয়ে যায় আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথের গোলে। তবে মায়ামি হাল ছাড়েনি। ২০তম মিনিটে মেসি প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে চিতার বেগে বক্সে ঢুকে পড়েন। এরপর আরেক ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে গোলকিপারকে বোকা বানিয়ে সমতা ফিরিয়ে আনেন। এই গোলটি দেখে মনে হচ্ছিল যেন ‘তরুণ’ মেসি ফিরে এসেছেন মাঠে।
ম্যাচের শেষ মুহূর্তে ফাফা পিকল্ট মায়ামির জয় নিশ্চিত করেন। ৮৯তম মিনিটে জর্দি আলবারের ক্রস থেকে হেডে গোল করে পিকল্ট দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এতে করে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল ইন্টার মায়ামি।
আরও পড়ুন:
» বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক, শেষ মুহুর্তের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার
» বাংলাদেশের পথে হামজা চৌধুরী, উঠেছেন বিমানে
এই জয়ের মাধ্যমে মেসির দল এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান দখল করেছে। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। মায়ামি এই মৌসুমে এখনও পর্যন্ত অপরাজিত, যেখানে তারা শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছে এবং নিউইয়র্ক সিটির সাথে ড্র করেছে।
মেসির এই গোলটি তাঁর ক্যারিয়ারের সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। যখন তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের এভাবেই ঘোল খাওয়ান নিজের পায়ের জাদুতে। ৩৮ বছর বয়সেও তিনি এখনও বিশ্বের সেরা ফুটবলারদের একজন। আর নিজের সর্বশেষ এই গোলটি নিঃসন্দেহ আরও আত্মবিশ্বাস জোগাবে মেসিকে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এফএএস
