Connect with us
ফুটবল

প্রজন্মের প্রতিভাবান ফুটবলার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ!

Cavan Sullivan USA footballer; Bangladeshi origin
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার সুলিভান। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের নিয়ে। সেখানে সবথেকে বড় নাম ছিল হামজা চৌধুরী। এরই মধ্যে যিনি দেশে এসে যোগ দিয়েছেন জাতীয় দলে। এদিকে নতুন এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার সামনে এলো। যিনি আছেন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের তালিকায় এন্ড্রিক-ইয়ামালদের সঙ্গে।

নিয়মিত প্রতিবছর ‘নেক্সট জেনারেশন’ বা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারের তালিকা প্রকাশ করে থাকে গোল ডটকম। ফুটবল বিষয়ক জনপ্রিয় মাধ্যমটি এবার ২০০৬ সালের ১ জানুয়ারি বা এরপরে জন্ম নেওয়া ৫০ প্রতিভাবান ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় লামিনে ইয়ামাল, এন্ড্রিকে, পাও কুবার্সি, এস্তোভাও উইলিয়ানদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান।

তবে আগেই বলে রাখা ভালো হামজার মত তাকে দলে পাওয়ার সুযোগ তেমন একটা নেই বাংলাদেশের। কারণ ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হতে পারে সুলিভানের। আর মাত্র ১৫ বছর বয়সেই এই উদীয়মান ফুটবলার মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ পর্যায়ে খেলে ফেলেছেন। শোনা যাচ্ছে ২০২৬ বিশ্বকাপেও খেলতে  পারেন তিনি।

আরও পড়ুন:

» সাকিবের ফিরে আসার খবরে খুশি সাবেক ক্রিকেটাররা

» বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলে বড় সুখবর পেলেন সাকিব

জানা গেছে, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন সুলিভান। তার মা জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত হেইকে, আর নানী সুলতানা আলম বাংলাদেশি নাগরিক। তবে বাবার দিক থেকে সুলিভানের পরিবার পুরোপুরি ক্রীড়াবিদদের পরিবার।

সুলিভানের বাবা ব্রেন্ডন এক সময় পেশাদার ফুটবলার ছিলেন। তার তিন চাচাও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, তার মা-ও ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। সুলিভান মূলত এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তরুণ প্রতিভাদের তালিকায় ইতোমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। মার্কিন ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই তাকে ‘ক্যাপ্টেন আমেরিকা’ নামে ডাকতে শুরু করেছেন তাকে।

নতুন প্রজন্মের সম্ভাবনাময় ফুটবলারদের তালিকায় শীর্ষস্থানে আছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। দ্বিতীয় স্থানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের এস্তেভাও, তৃতীয় অবস্থানে বার্সার পাও কুবার্সি। এছাড়া, পিএসজির জাইরি এমেরি চতুর্থ ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে রয়েছেন পাঁচ নম্বরে। তালিকার সেরা দশে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি, আর সুলিভান রয়েছেন ৩০ নম্বরে।

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল