Connect with us
ক্রিকেট

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ইউসুফ

মোহাম্মদ ইউসুফ হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধান কোচ। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসাবে পেতে চেষ্টা করে যাচ্ছে। তবে এই ইস্যুতে এখনও কোন সমাধানে আসতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। যেকারণে মোহাম্মদ ইউসুফকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে চায় তারা।

গত মাসে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন মিকি আর্থারের সঙ্গে আলাপ ৮০ শতাংশ এগিয়েছে। খুব দ্রুতই সে ঘোষণা আসবে। কিন্তু আফগানিস্তান সিরিজের তার সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি শেঠির বোর্ড। 

গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।

উল্লেক্ষ্য, এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের।

আরও পড়ুন: মেসির যে কথা কাঁদিয়েছিল মার্টিনেজকে

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২০২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট