অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবচেয়ে সফলতম দল ভারত। শিরোপা জয়ের দিক থেকে ভারতের ধারেকাছেও নেই কোনো দল। টুর্নামেন্টেটির দশটি আসরের মধ্যে আটটি আসরেই শিরোপা ঘরে তুলেছে দলটি। আর বাকি দুই আসরে শিরোপা জিতেছে আফগানিস্তান ও বাংলাদেশ।
এবার আরব আমিরাতে চলমান এশিয়া কাপের ১১তম আসরে ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। তবে এবার কাদের ঘরে উঠছে শিরোপা? বাংলাদেশ টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে নাকি ভারত তাদের নবম শিরোপার দেখা পাবে?
চলতি টুর্নামেন্ট শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে হেরে ‘বি’ গ্রুপের রানারআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে যুবা টাইগাররা।
আরও পড়ুন:
» টেস্ট ক্রিকেটে লাল ও গোলাপি বলের মধ্যে পার্থক্য কী?
» সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল, আসলে কি ঘটেছিল?
তবে সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। উড়তে থাকা পাকিস্তানকে কোনো পাত্তাই দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাকিস্তানের দেয়া ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনায়াসে ৭ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় আজিজুল হাকিম তামিমের দল।
অন্যদিকে পাকিস্তানের কাছে হার দিয়ে টুর্নামেন্টে শুরু করেছিল ভারত। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় টুর্নামেন্টের সফলতম দলটি। স্বাগতিক আরব আমিরাত ও জাপানকে হারিয়ে ‘এ’ গ্রুপের রানারআপ দল হিসেবে সেমির টিকিট কাটে মোহাম্মদ আমানের দল। এরপর গ্রুপ পর্বে অপরাজিত শ্রীলঙ্কাকে সেমিফাইনাল থেকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে দলটি।
এশিয়া কাপের গত আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সে ম্যাচে শেষ হাসি হেসেছিল বাংলাদেশের যুবারা। তবে এর আগে ২০১৯ সালে ফাইনালে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তাই এবার ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে লড়বে যুবা টাইগাররা। এখন দেখার পালা শেষ পর্যন্ত কার ঘরে উঠছে শিরোপা!
আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/বিটি