অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। তাদের একরম বিধ্বস্ত করেই শিরোপা ঘরে তুলেছে তারা। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
টাইগারদের করা ২৮৩ রানে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানেই সব উইকেট হারিয়ে ফেলে আরব আমিরাত। ফলে ১৯৫ রানের এক বিশাল জয় পায় বাংলাদেশ। এ জয় দিয়ে অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে টাইগার যুবারা।
আরব আমিরাতকে হারিয়ে শিরোপার সাথে ১৫ হাজার ইউএস ডলার পুরষ্কার পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশি টাকায় ১৬ লাখ ৫৮ হাজার টাকার বেশি। চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলী। তিনি প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ৭৫০ ডলার। ফাইনালে শতক করা এই ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন।
আরও পড়ুন: যুবাদের হাত ধরে এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমএ