অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৯ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়ার তরুণ ক্রিকেটারদের লড়াই। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টেরর প্রথম দিনই মাঠে নামবে টিম বাংলাদেশ। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফগানিস্তান।
এবারের এশিয়া কাপে টাইগার যুবাদের অবস্থান ‘এ’ গ্রুপে। যেখানে আফগানিস্তান ছাড়াও রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা।
এদিকে আসরের প্রথমদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ছাড়াও মাঠে নামবে গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও নেপাল।
আরও পড়ুন :
» ১৮ কোটিতে পাঞ্জাবে আর্শদীপ সিং, ১০ কোটিতে গুজরাটে রাবাদা
» এশিয়া কাপ খেলতে আমিরাতের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ
আগামী ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের পাটিতে।
অপরদিকে আসরে ‘বি’ গ্রুপে আছে- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ক্রিকেটে নবীন; জাপান।
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২৯ নভেম্বর | আফগানিস্তান | বেলা ১১টা | দুবাই |
১ ডিসেম্বর | নেপাল | বেলা ১১টা | দুবাই |
৩ ডিসেম্বর | শ্রীলঙ্কা | বেলা ১১টা | দুবাই |
প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনাল। সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। শিরোপার লড়াই ৮ ডিসেম্বর।
ক্রিফোস্পোটর্স/২৪নভেম্বর২৪/এসআর/এসএ