ক’দিন আগে যুব এশিয়া কাপে নেতৃত্ব দিয়ে শিরোপা ঘরে এনেছেন আজিজুল হাকিম তামিম। অনূর্ধ্ব-১৯ দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাট হাতে আসর সেরা পারফর্মারও ছিলেন এই তরুণ তুর্কি।
বাংলাদেশকে শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে গিয়ে তার অবদান ছিল— ব্যাট হাতে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫ ম্যাচে ২৪০ রান। এছাড়া বল হাতে ৪ উইকেট।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পান তামিম। সেখানেও নিজেকে মেলে ধরেন তরুণ এই ক্রিকেটার। নিজ বিভাগ খুলনার হয়ে দুটি অর্ধশতক পেয়েছেন তিনি।
আর এতেই তার জন্য খুলে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দোয়ার। আসন্ন বিপিএলেও দল পেতে যাচ্ছেন এই টাইগার ক্রিকেটার।
জানা গেছে, বিপিএল এর এবারের আসরে রংপুর রাইডার্সের ডেড়ায় ভেড়ানো হচ্ছে তাকে।
আরও পড়ুন :
» আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কে কতবার জিতেছে
» হুড়মুড় করে ভেঙে পড়লো ব্যাটিংলাইন, শিরোপা হারালো বাংলাদেশ
সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান—তামিমকে দলে নিতে ইতোমধ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে রংপুর কর্তৃপক্ষ।
এদিকে আর সপ্তাহ খানেক পরেই মাঠে গড়াবে এবারের বিপিএল। আসরের পর্দা উঠবে ৩০ ডিসেম্বর। আসরটি সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বিসিবি।
জানা গেছে, এবারের আসরে থাকবে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ আধুনিক অনেক প্রযুক্তি। এছাড়া দর্শকরাও এবার ভিন্ন রকম এক আয়োজন দেখতে পাবেন। এর কিছুটা ঝলক পাওয়া গেছে বিপিএলের মাসকট ডানা-৩৬ উন্মোচনের মধ্য দিয়ে। এবারের বিপিএল জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের চেতনায় মোড়ানো অবিশ্বাস্য এক আয়োজন।
আসরে যা যা থাকছে;
এবার দর্শকদের সুবিধায় থাকবে ই–টিকিট। এছাড়া প্রথমবারের মতো আসরে যুক্ত হচ্ছে থিম সং। এছাড়া ভিন্ন ভিন্ন শহরে হবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। আসরে তিন আয়োজক শহর— ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২০২৪/এসএ