Connect with us
হকি

ঐতিহাসিক অর্জন, ৫ লাখ টাকা পুরস্কার পেল যুব হকি দল

Bangladesh secures historic Junior Hockey
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ছবি- গুগল

ওমানের মাটি থেকে ঐতিহাসিক অর্জন সঙ্গী করে দেশে ফিরেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্ব-স্বপ্ন সঙ্গী করে দেশে ফেরা দলটিকে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই দেওয়া হয়েছে সংবর্ধনা। সেখানেই দেওয়া হয়েছে অর্থ পুরস্কারের চেক।

ট্রফি জয় করে দেশে ফিরলেই কেবল এমন অভ্যর্থনার রেওয়াজ রয়েছে—দলটিতে ভিন্ন এক আক্ষেপ আর স্বপ্ন পূরণ করেছে, তাইতো এতো সমাদর। এক সময় হকিতে দাপিয়ে বেড়ানো বাংলাদেশে নিভু নিভু করছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এই খেলাটি। হকির কোনও সংস্করণে কোনো দিন বিশ্বকাপ খেলতে না পারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নিয়ে গেছেন এই যুবারা।

ভারতে আসন্ন হকি যুবা বিশ্বকাপ-২০২৫ এ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই অর্জন লাল-সবুজের প্রতিনিধিদের।


আরও পড়ুন :

» সেমিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে কারা এগিয়ে?

» রচিত হলো ইতিহাস, বাংলাদেশ খেলবে হকি বিশ্বকাপ

» চীনের জালে গুনে গুনে হাফ ডজন গোল দিলো বাংলাদেশ


বিশ্ব-স্বপ্ন পূরণ হলো যেভাবে;

কদিন আগে ওমানের মাটিতে জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

ইতিহাস গড়া অর্জন নিয়ে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর যুবাদের সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। শুধু তাই নয়- তৎক্ষণাৎ ২১ সদস্যের দলের কাছে ৫ লাখ টাকা পুরস্কারের চেক তুলে দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান বলেন, ‘আধুনিক হকি অনেক পরিবর্তিত। আমাদের সামনে সুযোগ এসেছে- এখন অনেক প্রস্তুতি নিতে হবে। টেকনিক্যাল কমিটি আমাদের উপদেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করবো।’

বিশ্বকাপে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দিয়ে ওদের প্রস্তুত করবো। সেরা চেষ্টাটাই করবো। প্রথমবার বেশি আশা করবো না, তবে আমরা সেরাটাই করবো।’

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২০২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি