Connect with us
ক্রিকেট

ফাইনালে ভারতকে হারাতে দোয়া চাইলেন যুবা অধিনায়ক তামিম

Azizul Hakim Tamim
আজিজুল হাকিম তামিম। ছবি- সংগৃহীত

চলমাম যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে যুবা টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

এই টুর্নামেন্টের গত আসরে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এবারের আসরে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় যুবা টাইগাররা। এজন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন যুবদলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় আজিজুল বলেন, ‘ফাইনালে ভারতের বিপক্ষে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন, যাতে এবারও শিরোপা জিততে পারি।’

আরও পড়ুন:

» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : যা কিছু জানা প্রয়োজন

» পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ 

এদিন দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। জবাবে ২২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৪২ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক আজিজুল।

আজকের এই ইনিংস নিয়ে সন্তুষ্ট আজিজুল। তিনি হলেন, ‘আজকের ইনিংসটা নিয়ে আমি অনেক খুশি। দলের জন্য এবং দেশের জন্য জিততে পেরেছি, খুব দারুণ লাগছে।’

এছাড়া বোলারদের প্রশংসায় তিনি বলেন, ‘আজকে সবাই অনেক ভালো বোলিং করেছে। বিশেষ করে ইমন এবং মারুফ। সবার ভালো বোলিংয়ের কারণেই আমরা পাকিস্তানকে ১২৬ রানের মধ্যে আটকাতে পেরেছি।’

এদিকে দিনের আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ১৭৩ রানেই গুটিয়ে যায় লঙ্কান যুবারা। জবাবে ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় ভারত।

আগামী রবিবার (৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট