Connect with us
অন্যান্য

এশিয়ান ইনডোরের ফাইনালে আজ ট্র্যাকে নামবেন জহির রায়হান

Athlete Jahir Rayhan
অ্যাথলেট জহির রায়হান। ছবি- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন

ইরানের তেহরানে অনুষ্ঠেয় চলতি ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টের হিটে প্রথম হয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯:১০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে ইভেন্টটি। এদিন ৪০০ মিটার ইভেন্টের হিট সম্পন্ন করতে জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড। অ্যাথলেটিকস ফেডারেশনের এক্সিকিউটিভ অফিসার আবু তালহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তালহা জানান, ‘ইমরানুরের সঙ্গে আমার কথা হয়েছে। ইমরান নিশ্চিত করেছেন ৪০০ মিটার চারটি হিট হয়েছে। প্রতি হিট থেকে দুই জন সরাসরি ফাইনালে খেলবে। সেই হিসেবে জহির আগামীকাল ৪০০ মিটারে ফাইনালে অংশগ্রহণ করবে।’

গতবার কাজাখস্থানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে গিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। তার সঙ্গে গিয়েছিলেন দ্রুততম মানবী শিরিন আক্তার। এবারও আছেন তারা। আজ রোববার দুজনেই নিজ নিজ ইভেন্টে ট্র্যাকে নামবেন তারা।

আরও পড়ুন: ভারতীয় বক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সুর কৃষ্ণ চাকমা

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য