সময়টা ছিল ২০০৯ সাল, যখন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক। মাঝে ৭ টেস্টে মুখোমুখি হয়েও জিততে পারেনি টাইগাররা। এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিবিয়ানদের তাদের মাঠে টেস্ট ম্যাচে পরাজিত করেছে বাংলাদেশ।
গতকাল রাতে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারায় মেহেদী মিরাজের দল। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। দ্বিতীয় ইনিংসে তার ১০৬ বলে ৯১ রানে ভর করে স্বাগতিকদের বড় টার্গেটের চ্যালেঞ্জ ছুড়ে দেয় টাইগাররা। যা তাড়া করতে নেমে বড় হোঁচট খায় উইন্ডিজ।
বাংলাদেশের এমন আনন্দঘন জয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করেন জাকের। যেখানে নিজের বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দেন এই টাইগার ক্রিকেটার। সেই পোস্টে নিচের শৈশবের এক স্মৃতির কথা তুলে ধরেছেন জাকের। শেষ দিকে আক্ষেপ প্রকাশ করেছেন, এমন জয় তার বাবার দেখতে না পারার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেড় দশক আগের সেই সিরিজ জয়ের স্মৃতি তুলে ধরে জাকের নিজের সেই পোস্টে লেখেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনি। সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে, আমি খেলা দেখছি! অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো বকা দিল না।’
আরও পড়ুন:
» ইয়ামাল ফিরতেই তিন ম্যাচ পর বড় জয় পেল বার্সেলোনা
» সিরিজ সেরা হয়ে তাসকিন বললেন ‘আলহামদুলিল্লাহ’
পোস্টে এর পরের অংশেই বাবাকে নিয়ে আবেগি হয়ে পড়েন জাকের আলী। অক্ষেপ করে তিনি লিখেন, ‘১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো।’ পাশাপাশি ইংরেজিতে জাকের যোগ করেন, ‘যাইহোক, এই জয় তোমার জন্য বাবা।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা এই টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন জাকের আলী। চার ইনিংসে ব্যাট করে তিনি করেছেন সর্বোচ্চ ১৭৬ রান। প্রথম ম্যাচেও তিনি খেলেছিলেন ৫৩ ও ৩১ রানের দুটি ইনিংস। এবার প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরি করার দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি জাকের।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এফএএস