বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিজেদের মাটিতে বাংলাওয়াশের পর পরই আবারও মাঠে নামছে বাংলাদেশ। এবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এদিকে পূর্ণাঙ্গ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় একটি দুঃসংবাদ এলো টাইগার শিবিরে।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ব্যাটার জাকির হাসান। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া উইকেটকিপার এই ব্যাটার। চোট থেকে সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। এর ফলে ওয়ানডেতে দেশের জার্সিতে অভিষেকে বিলম্ব হচ্ছে তার।
এদিকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বেশ অসুস্থ। তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন বলে জানা গেছে। তবে বাংলাদেশ দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন।
বিসিবি সূত্র জানিয়েছে, তামিমের অসুস্থতা থাকলেও আগামী ১৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই তামিমকে দলে পাওয়া যাবে।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় ও শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। যা শুরু হবে দুপুর দুইটায়। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে ‘অপ্রতিরোধ্য’ বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৩/এসএ