Connect with us
ক্রিকেট

কানপুর টেস্টে জাকিরের লজ্জার রেকর্ড

জাকির হাসান। ছবি - সংগৃহীত

ভারতীয় বোলিং লাইন আপের সামনে আবারও মুখ থুবড়ে পড়লো বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং জুটি সবসময়ই এক হতাশার নাম। কখনই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ওপেনিং ব্যাটাররা। তামিম-কায়েস বাঁহাতি ওপেনিং জুটির পরে সবচেয়ে বেশি ভরসা করা হয়েছিলো সাদমান-জাকির জুটির ওপর। কিন্তু এই জুটি টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ।

চেন্নাই টেস্টে ওপেনিং জুটির ব্যর্থতার আবারও পুনরাবৃত্তি দেখা গেলো কানপুর টেস্টে। এদিন ইনিংসের শুরুতে বুমরাহ -সিরাজদের ভালোভাবে সামাল দেয় সাদমান-জাকির জুটি। কিন্তু আকাশদীপ বোলিংয়ে এলেই বদলে যায় চিত্রপট। বোলিংয়ে এসেই তুলে নেয় দুই ওপেনারের উইকেট।

আকাশদীপের বলে জয়সওয়ালের কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ওপেনার জাকির গড়েন এক লজ্জাজনক রেকর্ড।
এদিন জাকির নাম বসালেন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার মতো এক লজ্জাজনক রেকর্ডে।

এর আগে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ড ছিলে শন মার্শের দখলে। ২০১৭ সালের পুনে টেস্টে এই রেকর্ড গড়েন শন মার্শ। সেখানে ২১ বলে ডাক মেরে মাঠ ছাড়েন তিনি। এই তালিকায় ২য় স্থানে আছে পাকিস্তানের ক্রিকেটার মজিদ খান। তিনি ১৯৭৯ সালে দিল্লি টেস্টে ১৭ বলে করেন ০ রান। যেখানে জাকিরের ২৪টা।

ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সবচেয়ে বেশি বল খেলে ডাকে মেরেছেন এমন তালিকায় কারা আছেন দেখে নেওয়া যাক।

১. জাকির ২৪ বল, ২০২৪ (বাংলাদেশ)
কানপুর টেস্ট।

২. শন মার্শ ২১ বল,২০১৭( অস্ট্রেলিয়া)
পুনে টেস্টে

৩. মজিদ খান ১৭ বল, ১৯৭৯(পাকিস্তান)
দিল্লি টেস্ট

৪. জ্যাক ক্রুলি ১৬ বল,২০১৬ ( ইংল্যান্ড)
ধর্মশালা টেস্ট

৫. গ্র্যান্ট ফ্লাওয়ার ১৫ বল,২০০০(জিম্বাবুয়ে), দিল্লি টেস্টে

ইনিংসের শুরু থেকেই জাকির ছিলো এলোমেলো। বুমরাহর বলে কয়েকবার নাজেহাল হতে হয়েছে তাঁকে। ইনিংসের নবম ওভারে বল করতে আসেন আকাশদীপ। তাঁর প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটের পিছনে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে পথ ধরেন জাকির। ২৪ বল খেলে করেছেন শূন্য রান।

এর আগে বাইরের দেশে ভারতের বিপক্ষে ডাক মারার রেকর্ডে শীর্ষে ৭ ব্যাটারের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল। তিনি সিডনি টেস্টে ২২ বল খেলে শূন্য রান করে আউট হন। ২১ বল খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে স্টিভ ওয়াহ, শন মার্শ এবং ক্যামেরুন গ্রিন।

এদিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ডে শীর্ষে আছেন মনজুরুল ইসলাম। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বলে শূন্য রান করে ফেরেন তিনি। এরপর আছেন রাজিন সালেহ। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ বলে শূন্য রান করে আউট হন তিনি। আফতাব আহমেদ ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বলে ০ রান করেন। এদিকে থেকে বাংলাদেশের হয়ে জাকির অবস্থান করছে ৪র্থ নাম্বারে।

যদিও গোটা টেস্ট ক্রিকেটের ইতিহাস হিসাব করলে দেখা জাকির আছে পিছনের দিকে। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ডে শীর্ষে আছেন কিউই ক্রিকেটার জিওফ অ্যালট। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে শূন্য রান করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ বলে শূন্য রান করে দ্বিতীয় স্থানে আছেন জেমস অ্যান্ডারসন।

আরো পড়ুন : কানপুর টেস্টে ৬০ বছরের রীতি ভাঙলেন রোহিত

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট