Connect with us
ফুটবল

নতুন কোন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন জিদান?

Zidane is taking charge of which club
গুঞ্জনে রয়েছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার জিনেদিন জিদান কিছু দিন আগেই নতুন করে কোচিংয়ে ফেরার আভাস দিয়েছেন। এরপর থেকেই তাকে নিয়ে বড় বড় ক্লাবগুলোর সঙ্গে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। এমন গুঞ্জনে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। জিজু এখন কি সিদ্ধান্তে পৌঁছান সেটাই এবার দেখার বিষয়।

জিদানের কোচিংয়ে ফেরার আভাস তিনি স্বয়ং নিজেই দিয়েছিলেন কিছু দিন আগে। ইতালির হয়ে বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে বানানো এক প্রামাণ্যচিত্রের প্রদর্শনীতে গিয়ে তিনি আবারও কোচিংয়ে ফিরবেন কি না এমন প্রশ্নে জানান, ‘বর্তমানে আমি হয়তো অন্য কিছু করছি তবে যে কোন কিছুই হতে পারে। আমি অবশ্যই আবারও কোচিংয়ে ফিরতে চাই। দেখা যাক কি হয়।’

সম্প্রতি বায়ার্ন কোচের অধীনে যাচ্ছে তাই সময় কাটাচ্ছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। টানা ১১ বছর শিরোপা ঘরে তোলা বাভারিয়ানরা চলতি মৌসুমে লিগ শিরোপার শঙ্কায় আছে। তাই বায়ার্ন মিউনিখও কোচ থমাস টুখেলকে চলতি মৌসুম শেষে বিদায় করার সিদ্ধান্তে পৌঁছেছে। এরপর থেকেই বায়ার্নের ডেরায় পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে জিজুর নাম জোরেশোরেই শোনা যাচ্ছে। স্কাই স্পোর্টস জার্মানী অবশ্য টুখেলের বরখাস্তের খবর আরও আগেই দিয়ে রেখেছিল। সাথে বাভারিয়ানদের পরবর্তী ম্যানেজার হিসেবে ইউনাইটেড কিংবদন্তি ওলে গুনার সুলশার অথবা সাবেক রিয়াল কোচ জিদানের বিষয়ে বায়ার্ন ভাবছে বলে জানিয়ে রেখেছিল।

অন্যদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কাতোর দাবি – ইউনাইটেডের মালিক জিম র‍্যাটক্লিফ এরিক টেন হাগের জায়গায় জিনেদিন জিদানকে রেড ডেভিলদের দায়িত্বে আনতে বিভোর হয়ে আছেন। জিজু ইংলিশ জায়ান্টদের সবুজ সংকেত দিলেই তাকে ডাগআউটে আনতে আগ্রহী র‍্যাটক্লিফ।

কোচিং থেকে বিরতি নেয়ার পর মাঝে ১৯৯৮ বিশ্বকাপ জয়ের এই নায়ক ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু দেশমের সাথে ফ্রান্সের ফুটবল ফেডারেশন চুক্তির মেয়াদ বাড়ানোয় জিজুর সে স্বপ্ন আর পূরণ হয়নি। পরে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, ভাষা ও সংস্কৃতিগত কারণে জিদান বেশ কিছু দেশে কোচিং করাতে আগ্রহী নন। তাই সব কিছু ঠি থাকলে হয়তো আবারও ক্লাব ফুটবলেই ফিরতে পারেন তিনি।

জিদান এ পর্যন্ত কোচ হিসেবে কেবল রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করেছেন। রিয়ালের মূল দলে দুই দফায় দায়িত্ব নেয়া এই ফরাসির কোচিং ক্যারিয়ার বলতে গেলে সোনায় মোড়ানো। প্রথম দফায় রিয়ালের হয়ে টানা ৩ চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য কীর্তি গড়েন এই ফরাসি কিংবদন্তি। এর মধ্যে ২০১৬-১৭ মৌসুমে লস ব্লাংকোসদের হয়ে লিগ শিরোপাসহ পাঁচটি শিরোপা জিতেছিলেন। দ্বিতীয় দফায়ও ২০১৯-২০ মৌসুমে লা লিগা জেতান রিয়ালকে। পরে ২০২১ সালে এসে রামোসদের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

খেলোয়াড় হিসেবে রিয়ালের ২০০২ চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক জিদান তার কোচিং ক্যারিয়ারও শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদেই। ২০১৩ সালে কার্লো আনচেলত্তির সহকারী কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে রিয়ালে ‘বি’ দলের দায়িত্ব পান জিদান। পরে ২০১৫-১৬ মৌসুমে এসে অন্তর্বতীকালীন কোচ হিসেবে প্রথমবারের মত রিয়ালের মূল দলের ম্যানেজার হন জিনেদিন জিদান। বাকিটা তো ইতিহাস..

আরও পড়ুন: নতুন প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিলো ব্রাজিল 

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল