Connect with us
ক্রিকেট

দেড়শ করে গেইল-কোহলিদের পেছনে ফেললেন জিম্বাবুয়ের ব্যাটার

Brian Bennett century
আইরিশদের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস খেলেছেন ব্রায়ান বেনেট। ছবি- সংগৃহীত

চলমান জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের এই জয়ে পেছনে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন মারকুটে ওপেনার ব্রায়ান বেনেট। রোডেশিয়ানদের জার্সিতে সেঞ্চুরিসহ নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটার। এতে কয়েকটি রেকর্ডও গড়েছেন এই তরুণ ওপেনার।

এদিন হারারেতে জিম্বাবুয়ের হয়ে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বেনেট । ১৬৩ বলে ২০ চার ও ৩ ছক্কার মারে এই রান করেছেন তিনি। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ওয়ানডে অভিষেকের পর নিজের সপ্তম ইনিংসে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার।

এই ইনিংস খেলার সময় বেনেটের বয়স ছিল ২১ বছর ৯৬ দিন। এতে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে এত কম বয়সে দেড়শ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। আর বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দেড়শ করার তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। এতে বিরাট কোহলি-ক্রিস গেইলদের মতো তারকাদের পেছনে ফেলেছেন এই রোডেশিয়ান।

আরও পড়ুন:

» পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

» ম্যানসিটি-রিয়ালের ম্যাচসহ আজকের খেলা (১৫ ফেব্রুয়ারি ২৫)

এই তালিকায় ছয়ে অবস্থান করছেন গেইল। ২০০১ সালে ২১ বছর ৩২৮ দিন বয়সে কেনিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি ওপেনার। অন্যদিকে তালিকার নবম স্থানে আছেন কোহলি। ২০১২ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২৩ বছর ১৩৪ দিন।

এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০১০ সালে টরোন্টোতে কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর ৪ দিন। দুইয়ে অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেন এই তারকা ওপেনার। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন।

এছাড়া তিনে থাকা ইব্রাহিম জাদরান ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন। তখন এই আফগান তারকার বয়স ছিল ২০ বছর ৩৫৩ দিন।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট