![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/06/ZIMMMM.jpg.webp)
এবারের বিশ্বকাপে হয়তো সবচেয়ে নাটকীয় দল হতে পারে জিম্বাবুয়ে। সেভাবেই এগিয়ে যাচ্ছে টুর্নামেন্টের দিকে। বাছাইপর্বে কোনো প্রতিপক্ষকে একচুলও ছাড় দিচ্ছে না বরং তুলোধুনো করছে রীতিমত। টানা চারটি জয়ের পথে আজ যুক্তরাষ্ট্রকে নিয়ে এক ধরণের ছেলেখেলা করেছে শন উইলিয়ামসরা। ৩০৪ রানের বিশাল ব্যবধানে রেকর্ড গড়ে জিতেছে দলটি।
নিজেদের সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। আজ তারা ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ৪০০ রান পেরিয়েছে। এর আগে জিম্বাবুয়ের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৫১ কেনিয়ার বিরুদ্ধে। ২০০৯ সালে সাগে তিনশ রান করেছিল জিম্বাবুয়ে। ১৪ বছর পর নিজেদের সেই রেকর্ড ভাঙলো। আর নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের জয়ও দেখলো আজ।
সোমবার (২৬ জুন) হারারে স্পোর্টিং ক্লাবের মাঠে আগে ব্যাটিং করে ৪০৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাব খেলতে নেমে মাত্র ১০৪ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। নবাগত দলটি হেরেছে ৩০৪ রানে। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার।
এর আগে এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। যা রানের ব্যবধানে সর্বোচ্চ জয়। আর আজ তালিকার দুইয়ে উঠলো সিকান্দার রাজারা। ওই ম্যাচে ভারতের ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানে গুটিয়ে গিয়েছিল।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে টানা চারটি জয়ে শীর্ষে থাকলো জিম্বাবুয়ে। এর আগে টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছে ক্রেইগ আরভিনের দল। আজ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো।
এদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন শন উইলিয়ামস। ১০১ বলে ১৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এছাড়া জয়লর্ড গুম্বি ৭৮, সিকান্দার রাজা ২৭ বলে করেন ৪৮ এবং ১৬ বলে ৪৭ রান করেন রায়ান বার্ল। এই ইনিংসে ৩৭টি চার ও ১৩টি ছক্কা মারেন জিম্বাবুয়ের ব্যাটাররা।
অন্যদিকে রান পাহাড়ে চাপা পড়ে ব্যাটিংয়ে নেমে রীতিমত খাবি খায় নবাগত দল যুক্তরাষ্ট্র। ব্যাটে-বলে উল্লেখযোগ্য একজনই পারফর্ম করেছেন আভিষেক পারাধকর। ব্যাট হাতে সর্বোচ্চ ২৪ রান এবং বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট তিনি নেন। এই ছিল যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পারফর্ম্যান্স।
বল হাতে জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগাভাদা ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন। ইভান্স, জঙ্গি ও বার্ল নেন একটি করে উইকেট।
আরও পড়ুন: সৌদি ক্লাব আল নাসরের রাডারে গ্রিজম্যান
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এজে
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)