শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ চলাকালেই জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে কেবল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে দুই অংশে। যেখানে প্রথমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। এরপর বাকি দুই ম্যাচ খেলতে ঢাকায় আসবে উভয় দল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে সিরিজের শেষ দুই ম্যাচ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটি বাংলাদেশের শেষ প্রস্তুতির মঞ্চ।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ মে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর একদিন বিরতি দিয়ে ৫ এবং ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের পরবর্তী দুই ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিও সন্ধ্যায় একই সময়ে মাঠে গড়ালে তৃতীয় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। এরপর সিরিজের পরের অংশ হবে মিরপুরে।
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে আগামী ১২ মে মাঠে নামবে টাইগাররা। এদিন ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। সিরিজ শেষে পরের দিনে নিজ দেশে ফিরবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০২০ সালের পর এবারই প্রথম ঘরের মাটিতে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
আরও পড়ুন: পাথিরানার দুঃসংবাদে আইপিএলে কপাল খুলছে মোস্তাফিজের
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস