Connect with us
ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে!

Zimbabwe is coming to Bangladesh to play a Test series!
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত

গেল বছরে শেষদিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ দল। এরপর বিপিএল এবং চলতি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে টাইগারদের। তাই  নতুন বছরে এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি শান্তদের।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ২০২৫ সালের ক্রিকেট মৌসুম শুরু করবে বাংলাদেশ। মার্চে বাংলাদেশ সফরে আসবেন সিকান্দার রাজারা

তবে এই সফরে বাংলাদেশের সঙ্গে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে সাদা বলের সিরিজ বাদ দিয়ে লাল বলের সিরিজ খেলবে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিবর্তে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


আরও পড়ুন:

» কিট স্পন্সর যুগে বাংলাদেশ ফুটবল, হামজা-জামালদের সঙ্গী ‘দৌড়’

» বাংলাদেশি স্পিনারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি


আসন্ন এই সিরিজের একটি ম্যাচ সিলেটে এবং অপর একটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখনো তা নির্ধারিত হয়নি। দুই বোর্ডের আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তবে ঘরের মাটিতে আফ্রিকান এই দেশটির বিপক্ষে ২০২০ সালে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে পরাজিত করেছিল টিম টাইগার্স।

এদিকে চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। সেমিফাইনাল নিশ্চিত না হলে আগেভাগেই বিদায় নিতে হবে নাজমুল হোসেন শান্তদের।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট