Connect with us
ক্রিকেট

হারানো গৌরব ফেরাচ্ছে জিম্বাবুয়ে, হেলাফেলার মাশুল দিচ্ছে বাংলাদেশ!

Bangladesh cricket team
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বনেদি ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি নামছে আরও তলানিতে। বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়েকে অনেকটাই হেলাফেলা করেছিল ক্রিকেটাররা। কিন্তু তার মাশুল দিতে হয়েছে সিলেট টেস্টে লজ্জাজনক হারে। এবার চোখ রাঙাচ্ছে হোয়াটওয়াশ।

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে সকাল ১০টায়। সিলেট টেস্টের আগে জিম্বাবুয়েকে অনেকটা হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ। যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল।

সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শঙ্কা আছে সিরিজে পরাজয়ের, জিম্বাবুয়ে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের। সিলেটে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যার্থতায়। তাই অনুশীলনে ব্যাটিংয়েই বারতি মনোযোগ টাইগারদের।


আরও পড়ুন

»আইপিএলের প্লে-অফ দৌড়ে এগিয়ে যারা

»লাল কার্ড-বরফ নিক্ষেপ! কী ঘটেছিল ফাইনালে (ভিডিও)


অন্যদিকে জৌলুস হারানো জিম্বাবুয়ে ক্রিকেটে নিজেদের হারানো গৌরব পুনরুত্থানে মরিয়া। টাইগারদের ঠিক বিপরীত অবস্থায় রয়েছে জিম্বাবুয়ে। সিরিজ জিততে মরিয়া ক্রেইগ আরভিনরা। চট্টগ্রামেও ধরে রাখতে চান সিলেট টেস্টের ধারাবাহিকতা।

ঘুরে দাঁড়ানোর পণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে দলে এসেছে পরিবর্তন। পেসার নাহিদ রানা দলে নেই। পাড়ি জমিয়েছেন পাকিস্তান- পিএসএল খেলতে। ডিপিএলে ওয়ানডে ফরম্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে মাঠের খেলায় কতটুকু পরিবর্তন আসবে, তা কেবল খেলা মাঠে গড়ালেই বোঝা যাবে।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট