Connect with us
ক্রিকেট

সিলেট টেস্টে জিম্বাবুয়ের লিড, দ্বিতীয় দিন শেষে পিছিয়ে বাংলাদেশ

Zimbabwe leads in Sylhet Test, Bangladesh trails at the end of second day
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

প্রায় চার মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশ যেন ব্যাটিং ভুলেই গিয়েছিল প্রথম দিন। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে দাঁড়াতে হিমশিম খাচ্ছিলো বাংলাদেশের ব্যাটাররা। ফলে দুইশ রান পেরোনোর আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়েছেন মাহমুদুল হাসানরা।

প্রথম দিন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে আজ ২৭৩ রানে থেমেছে। এতে ৮২ রানের লিড পেয়েছে রোডেশিয়ানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।

প্রথম দিন ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও উইকেটশূন্য ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। দলের হয়ে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। দলীয় ৬৯ রানের মাথায় বেন কারানকে ফেরান এই পেসার। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ১৮ রান করেন এই ওপেনার।

আরও পড়ুন:

» নতুন ইনজুরিতে কতদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে?

» ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ 

এরপর দ্বিতীয় আঘাতও হানেন রানা। এবার ফেরান আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে। ৬৪ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার। রানার পরেই ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা নিক ওয়েলখকে ২ রান ফেরান এই পেসার।

দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর নিয়মিত বিরতিতে সফরকারীদের উইকেট তুলে নেন মিরাজ-রানারা। শেষ পর্যন্ত মিরাজের ফাইফারের কল্যাণে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ব্রেনেটের পাশাপাশি ফিফটির দেখা পান শন উইলিয়ামস। ১০৮ বলে ৫৯ রান করেন তিনি।। এছাড়া নাশা মায়াবো ৩৫ এবং রিচার্ড এনগাবারা শেষদিকে ২৮ রানের ইনিংস খেলেন।

বল হাতে মিরাজের ফাইফারের পাশাপাশি ৩টি উইকেট শিকার করেন রানা। এছাড়া ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ের ৮২ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। ১০ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার। এরপর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ৪৪ রানের অপরাজিত জুটিতে ৫৭ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। জয় ৪২ বলে ২৮ এবং মুমিনুল ১৫ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ
প্রথম ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার)
দ্বিতীয় ইনিংস: ৫৭/১* (১৩ ওভার)

জিম্বাবুয়ে
প্রথম ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার)

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট