
ব্যাকফুটে থাকা বাংলাদেশ দল হন্য হয়ে জয় খুঁজছে। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়েছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চট্টগ্রাম টেস্টে লড়ছে শান্তবাহিনী। কিন্তু সেখানেও বল হাতে রীতিমত ধুঁকছে। একাদশে তিন পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিং করছে ফিল সিমন্সের শিষ্যরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রথম দিনে লাঞ্চ ব্রেক পর্যন্ত দুটি উইকেট ফেলতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু পরে বড় জুটি গড়ে বিশাল সংগ্রহের ইঙ্গিতে দিচ্ছে সফরকারীরা।
শেষ খবর পর্যন্ত ৫০ ওভার শেষে সফরকারী দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫১ রান। নিক ওয়েল্চ ৫১ ও শন উইলিয়ামস ৪৮ রানে ক্রিজে আছেন। এই জুটি থেকে ৭৯ রান যোগ হয়েছে এরই মধ্যে।
আরও পড়ুন
»অবশেষে অভিষেক, কততম টেস্ট ক্রিকেটার তানজিম সাকিব?
»রেকর্ডের দিনে সূর্যকুমারের ঝলক, ইতিহাস গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স
সাগরিকায় সকালে টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভাইন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ হওয়ার পর দিনের একাদশ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব।
২১ রান করে আউট হন ব্রায়ান বেনেট। দলের সংগ্রহ ৭২-এ পৌঁছার পর বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আঘাত হানেন। বেনেটের সমান ২১ রান করে বোল্ড হয়ে যান বেন কারান। লাঞ্চের আগে নিক ওয়েল্চ ও সিন উইলিয়ামস অবিচ্ছিন্ন থেকে স্কোর টেনে নেন দুই উইকেটে ৮৯ রানে।
দ্বিতীয় সেশনেও স্কোর টেনে নিতে থাকেন এই জুটি। লাঞ্চের আগে ৩২ রানে অপরাজিত থাকা ওয়েল্চ দ্রুতই পৌঁছে যান ফিফটিতে। উইলিয়ামসও পান ফিফটি।
প্রথম টেস্টের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা ও খালেদ আহমেদের জায়গায় খেলছেন সাকিবের সঙ্গে সুযোগ পাওয়া অন্য দুই জন ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও অফ স্পিনার নাইম হাসান।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এজে/এনজি
