চার বছর পর আবার বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীরা। এদিন বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় জিম্বাবুয়ে দলকে।
মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আগামী ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। সেই উদ্দেশ্যে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের।
আগামী ৩ মে থেকে শুরু হওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মিরপুর এবং চট্টগ্রামের দুই ভেন্যু মিলে আয়োজিত হবে সিরিজটি। প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং পরবর্তী দুই ম্যাচ ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
মুখোমুখি পরিসংখ্যানে জিম্বাবুয়ের তুলনায় ঢের এগিয়ে রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ দেখায় ১৩ বার জয়ের হাসি এসেছে টাইগাররা। যার বিপরীতে জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে। এছাড়া সাত টি-টোয়েন্টি সিরিজের তিনটিতে জয় বাংলাদেশের, কেবল একবার ট্রফি পেয়েছে জিম্বাবুয়ে। শেষবার বাংলাদেশ সফরে এসে পূর্ণাঙ্গ সিরিজের হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা।
বাংলাদেশ সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এদিকে প্রথম তিন ম্যাচের জন্য চমক রেখে বাংলাদেশও ১৫ সদস্যের দল ঘোষণা রেছে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
আরও পড়ুন: মুস্তাফিজকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এফএএস