Connect with us
ক্রিকেট

দুই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

Zimbabwe team arrives in Dhaka to play two Tests
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দল। ছবি- সংগৃহীত

চলতি মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল।

এই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। তবে আজ রাতে ঢাকায় অবস্থান করবে দলটি। এরপর আগামীকাল (বুধবার) সকালে সিলেটের উদ্দেশে রওনা হবেন সফরকারীরা।

আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

» টানা ২ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

» বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি 

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল টাইগাররা। তবে চলতি বছর লাল বলে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা।

এদিকে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত রোববার (১৩ এপ্রিল) থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সসহ অন্যান্য সকল কোচদের অধীনে অনুশীলন শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না তাসকিন আহমেদ। তার পরিবর্তে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে।

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। হারারেতে একমাত্র টেস্টে ২২০ রানে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট