
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে উভয় দলই স্থগিত করেছিল সেই সিরিজ। এবার বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে জিম্বাবুয়ে। ঈদের পরই খেলা হবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। যেখানে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্ত বাহিনী। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের।
আরও পড়ুন:
» শান্তর পর টি-টোয়েন্টিতে কে হচ্ছেন নতুন অধিনায়ক?
» ফাইনালের মঞ্চে ভারতের বড় চিন্তার নাম নিউজিল্যান্ড
এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। যেখানে বলা হয়েছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০ এপ্রিল শুরু হবে পাঁচ দিনের লড়াই। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। যা শুরু হবে ২৮ এপ্রিল।
এর আগে ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। যেখানে ৪-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। যেখানে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছিল মিরাজরা।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস
