Connect with us
ক্রিকেট

চিতাবাঘের কবলে জিম্বাবুইয়ান ক্রিকেটার, বাঁচাল পোষ্য কুকুর

Zimbabwean cricketer attacked by leopard, saved by his pet dog
আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গাই হুইটাল। ছবি- সংগৃহীত

চিতাবাঘের আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। এতে হাতে ও মাথায় ক্ষত হয়েছে তাঁর৷

গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে হুইটালের আহত হওয়ার খবর জানিয়েছেন তার স্ত্রী হান্না হুইটাল। আহত হওয়ার পর হুইটালকে চিকিৎসার জন্য বিমানে করে রাজধানী হারারেতে নিয়ে আসা হয়৷ এরপর সেখানকার মিল্টন হাসপাতালে ভর্তি করা হয়৷

আঘাতের ক্ষত থেকে সারিয়ে তুলতে হুইটালের মাথায় ও হাতে অস্ত্রোপচার করা হয়েছে৷ তবে তাঁর স্ত্রী জানিয়েছেন, হুইটালের অবস্থা তুলনামূলক ভালো, এখন সে অনেকটাই বিপদমুক্ত।

অবশ্য সাক্ষাৎ মৃত্যু থেকে ফিরে আসা হুইটালের জন্য লড়াই করেছে তাঁর পোষ্য কুকুর চিকারা। মালিককে বাঁচাতে চিতাবাঘের সাথে লড়াই করেছে চিকারা৷ ফলে কুকুরটি নিজেও খানিকটা আহত হয়েছে।

৫১ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে৷ ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে টেস্টে ২২০৭ রান ও ওয়ানডেতে করেছেন ২৭০৫ রান।

বল হাতেও ভীষণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। টেস্টে ৫১ ও ওয়ানডেতে হাত ঘুরিয়ে উইকেট তুলেছেন ৮৮টি৷

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলতে আইপিএল ছাড়ছেন সিকান্দার 

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট