Connect with us
ক্রিকেট

রানাকে নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটারের খোঁচা, শান্তর কড়া জবাব

Nahid Rana_Nazmul H Shanto
রানাকে নিয়ে উইলিয়ামসের খোঁচার জবাব দিয়েছেন শান্ত। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত পেসার নাহিদ। দ্রুতগতিতে বোলিংয়ের কারণে অভিষেকের পর থেকেই বেশ আলোচনায় আছেন এই তরুণ পেসার। তাই স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও আলোচনায় চলে আসে রানার গতি প্রসঙ্গ। তবে তার গতি নিয়ে কিছু ভাবছে না প্রতিপক্ষের ব্যাটাররা, উল্টো রানার গতি নিয়ে খোঁচা মেরেছেন প্রতিপক্ষের ক্রিকেটার।

আগামীকাল হতে যাওয়া সিলেট টেস্টকে সামনে রেখে গতকাল (শুক্রবার) জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন শন উইলিয়ামস। সেখানে সিলেট টেস্ট নিয়ে তাদের প্রস্তুতি কথা জানান এই অলরাউন্ডার। তখন চলে আসে রানার গতির প্রসঙ্গ। তবে তার গতিকে বোলিং মেশিনের সঙ্গে তুলনা করে খোঁচা মারেন এই জিম্বাবুয়ের অলরাউন্ডার।

তিনি বলেন, ‘এখনকার দিনে অনেকেই দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজন বোলারই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’

আরও পড়ুন:

» পাকিস্তানের কাছে হেরে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

» নাহিদ রানার গতি নিয়ে জিম্বাবুয়ে তারকার খোঁচা 

উইলিয়ামসের খোঁচার পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানার গতি নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের হুংকার দিয়ে রেখেছেন এই টাইগার ব্যাটার।

তিনি বলেন, ‘কালকের ম্যাচে নাহিদ যখন বল করবে, তখন আপনি ব্যাটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন, যে নাহিদ রানা আসলে কত জোরে বল করে, কেন সে অন্যদের থেকে ব্যতিক্রম।’

এছাড়া শান্ত চান আগামীকাল রানা যেন ১৪০ এর চেয়ে বেশি গতি বল করেন। তিনি বলেন, ‘রানা যেন ১৪০ প্লাস গতিতে বল করে। এখনো পর্যন্ত এই মেসেজটাই দেওয়া। আমি আশা করব আগামীকাল ও খেলার সুযোগ এলে যেন ১৪০ এর চেয়ে বেশি গতিতে বল করে।’

আগামীকাল রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট